ঋষভ পন্থ কেমন আছেন এখন ?

0 0
Read Time:4 Minute, 1 Second

নিউজ ডেস্কঃ ঋষভ পন্থ আপাতত অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে। বর্ষবরণের রাত পরিবারের সঙ্গে কাটাবেন বলে পরিকল্পনা চলছিল। সারপ্রাইজ দিতে নিজেই গাড়ি চালিয়ে দিল্লি থেকে যাচ্ছিলেন রুরকিতে। তখনই ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গিয়েছিল গাড়ি। আগুন ধরে গেলেও ভাগ্যক্রমে রক্ষা পান তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পন্থ নিজের দুটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, বাড়ির ছাদে ক্রাচে ভর দিয়ে হাঁটছেন। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে পন্থ না থাকায় নাগপুর টেস্টে অভিষেক হয়েছে কেএস ভরতের। তবে ব্যাট হাতে ব্যর্থই হয়েছেন টেস্ট কেরিয়ারের প্রথম ইনিংসে।

আগ্রাসী ব্যাটিং করে পন্থ যে কোনও ম্যাচের রং মুহূর্তে বদলে দিতে পারেন। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, তাঁর না থাকা অস্ট্রেলিয়াকে কিছুটা হলেও স্বস্তিতে রাখবে। উল্লেখ্য, পন্থ অস্ট্রেলিয়ায় ভারতকে বর্ডার-গাভাসকর ট্রফি জেতানোয় বড় অবদান রেখেছিলেন। টেস্টে পাঁচটি শতরান ও ১১টি অর্ধশতরান রয়েছে।

একদিনের আন্তর্জাতিকে ১টি শতরান ও ৫টি অর্ধশতরান করেছেন। এই মুহূর্তে তিনিই ভারতীয় দলের এক নম্বর উইকেটকিপার। যদিও চলতি বছর বেশিরভাগটাই তাঁকে মাঠের বাইরে কাটাতে হবে বলে মনে করা হচ্ছে।

আইপিএল-সহ একাধিক সিরিজ বা টুর্নামেন্টে পন্থের এ বছর খেলার সম্ভাবনা নেই। এমনকী দেশের মাটিতে বিশ্বকাপের আগেও ফিট হতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। সম্প্রতি পন্থ সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করছেন। যে বাসচালক ও কন্ডাক্টরের তৎপরতায় প্রাণরক্ষা হয়েছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। হাসপাতাল থেকে বাড়ি যে ফিরেছেন সেই বার্তাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দিয়েছিলেন পন্থ।

পন্থ আজ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ওয়ান স্টেপ ফরওয়ার্ড, ওয়ান স্টেপ স্ট্রঙ্গার, ওয়ান স্টেপ বেটার”। অর্থাৎ মানসিকভাবে তিনি যে মাঠে ফেরার লড়াইয়ে এক কদম করে এগিয়ে চলেছেন, মানসিকভাবে শক্তিশালী হয়েছেন এবং আরোগ্য লাভ করেছেন সেই বার্তাই দিতে চেয়েছেন পন্থ। তাঁর অনুপস্থিতিতে আইপিএলে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক করবে ডেভিড ওয়ার্নারকে।

উইকেটকিপার হিসেবে অভিষেক পোড়েল-সহ একাধিক ক্রিকেটারকে বিকল্প হিসেবে নেওয়ার পরিকল্পনাও তৈরি হচ্ছে। গত বছর টেস্টে ভারতের হয়ে সর্বাধিক রান করেছিলেন পন্থ। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই শতরানও পান। চলতি বছর তাঁর ভারতীয় দলে থাকা অত্যন্ত প্রয়োজনও ছিল। কিন্তু সব ওলট-পালট করে দেয় গাড়ি দুর্ঘটনা। পন্থের আরোগ্য লাভের ছবি দেখে এবং মনের জোর দেখে মুগ্ধ ভক্তরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!