Tripura & Meghalaya Assembly Election 2023: এবার অভিষেকের গন্তব্য ত্রিপুরা ও মেঘালয়

0 0
Read Time:2 Minute, 25 Second

নিউজ ডেস্কঃ ইতিমধ্যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ব্যাপক প্রচারে নেমে পড়েছে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার লক্ষ্য ত্রিপুরা ও মেঘালয়।সূত্রের খবর, রবিবার বিকেলে দিল্লি গিয়ে সোমবার সকালেই উড়ে যাবেন ত্রিপুরা। সেই সময়েই তিনি মেঘালয়েও যেতে পারেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৪ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মেঘালয়ে থাকতে পারেন বলে জানা গিয়েছে। সেখানে সাংগঠনিক বৈঠকের পাশাপাশি জনসভা এবং রোড শোও করতে পারেন তিনি। এই মুহূর্তে ত্রিপুরায় বিজেপি সর্বশক্তি নিয়ে নেমে পড়েছে। বাম ও কংগ্রেস অবশ্য স্থানীয় সংগঠনের উপরেই আস্থা রেখেছে।

মেঘালয়ে প্রচারের জন্য হাতে কিছু সময় থাকলেও ত্রিপুরায় ভোট আগামী ১৬ তারিখ। তাই একবার শেষ প্রচারে যাচ্ছেন অভিষেক। তৃণমূল সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্ভবত যাচ্ছেন মেঘালয়ে। আগেরবার উত্তরবঙ্গ থেকে মেঘালয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর অনুযায়ী, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ফের একবার উত্তরবঙ্গ থেকে মেঘালয়ে যেতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। এই মুহূর্তে মেঘালয়ে দল ভাঙানোর খেলায় কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে গেছে তৃণমূল। তারাই প্রধান বিরোধী শক্তি।


অন্যদিকে বিজেপির সঙ্গে সরকার করেও কনরাড সাংমার ন্যাশনাল পিপিলস পার্টি বা এনপিপি একাই নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ৬০ টির মধ্যে ৫৮ টি আসনে তারা প্রার্থী দিয়েছে। তাই বলা যায় মেঘালয়ের খেলা বেশ জমে গেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!