মায়ের কথা শুনে চোখের জল ঝরছে অক্ষয় কুমারের

0 0
Read Time:3 Minute, 23 Second

নিউজ ডেস্কঃ বলিউডের অন্যতম নায়ক অক্ষয় কুমার সাধারণত খুব টাফ চরিত্রে অভিনয় করে। কিন্তু তাঁর মনটা শিশুর মতো সরল। সম্প্রতি অক্ষয়ের কোনো বাইই সেভাবে হিট করে নি। OTT প্ল্যাটফর্মে অভিষেক ঘটিয়েও নজর কাড়তে ব্যর্থ অক্ষয় কুমার। সম্প্রতি এক ইন্টারভিউতেও শুনতে হল সে কথা। প্রশ্নকর্তা বলেই দিলেন, মায়ের মৃত্যুর পর থেকে অভিনেতার আর কোনও ছবিই হিট করেনি। এমন বক্তব্য শুনে চোখের জল ধরে রাখতে পারেননি খিলাড়ি কুমার। অক্ষয় এক সময় এমন ছিল যেখানেই হাত দেবে ‘সোনা’ ফেলবে। কিন্তু সম্প্রতি তা একদম হচ্ছে না।

সাধারণভাবে রাগান্বিত চরিত্রে তাঁকে দারুন মানিয়ে যায়। আবার ‘ফেরাফেরি’র মতো হাস্যরসাত্মক ছবিতেও তিনি দারুন সফল। এমনিতে তিনি বলিউডের রাফ অ্যান্ড টাফ হিরো। ভয়ংকর সব স্টান্ট নিজেই করে থাকেন। কিন্তু প্রয়াত মায়ের কথা শুনেই আবেগপ্রবণ হয়ে পড়েন অক্ষয় । ভিজে যায় চোখের কোণ। তেমনই হল এক সাক্ষাৎকারে। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর মা’কে হারিয়েছেন অভিনেতা। নিজের জন্মদিনের ঠিক একদিন আগে। সে প্রসঙ্গই সাক্ষাৎকারে উঠে আসতে কেঁদে ফেলেন তিনি। চোখের জল মুছতে দেখা যায় তাঁকে।মায়ের নাম শুনলেও ওঁর চোখ ভিজে যায়।

ও প্রত্যেকদিন অন্তত একবার মায়ের সাথে দেখা করতেন। বাইরে ঠেলে নিয়মিত মায়ের সাথে কথা বলতেন।বাড়ির একতলায় থাকতেন অক্ষয়ের মা। কাজ থেকে ফিরেই তাঁর সঙ্গে দেখা করতেন তিনি। সেসব দিন এখন অতীত। প্রশ্নকর্তা তাঁকে মনে করিয়ে দেন, তাঁর মায়ের প্রয়াণের পর কোনও সিনেমা বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি। সেই মন্তব্য শুনেই চোখের জল মুছতে মুছতে অক্ষয় বলেন, “ছাড়ো, সামনের দিকে এগিয়ে চলো।”

তাঁর ‘সেলফি’ ছবির জন্য সবাই অপেক্ষা করছে। ছবিতে রয়েছেন ইমরান হাশমিও। এর আগে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে অক্ষয়ের ‘সূর্যবংশী’, ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’, ‘রাম সেতু’র মতো ছবিগুলি। OTT প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘কাঠপুতলি’ও দর্শকদের মন জয় করতে ব্যর্থ। তবে ‘সেলফি’ মুক্তির আগেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন অক্ষয়। তিন মিনিটে ১৮৪টি সেলফি তোলার নজির গড়েছেন তিনি। তাই এবার দেখার এই ছবির হাত ধরে অক্ষয়ের ভাগ্যের চাকা ঘোরে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!