কুণাল ঘোষের সাংবাদিক সম্মেলন

0 0
Read Time:2 Minute, 26 Second

নিউজ ডেস্ক::শুক্রবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি মূলত চারটি বিষয় তাঁর বক্তব্যে তুলে ধরেন। এর মধ্যে প্রথম দুটি কথা অবশ্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন। তিনি বলেন, অনুব্রত মন্ডলের বিষয়টা আদালত,সিবিআই ওদের বিষয়। তাই এই বিষয়ে তৃণমূলের আলাদা কোনো বক্তব্য না থাকলেও নিশ্চিতভাবে বলা যায়,পঞ্চায়েত নির্বাচনের আগে এখানে বিজেপির একটা বড়ো ভূমিকা আছে। আর নিয়োগ দুর্নীতির প্রসঙ্গটি সুপ্রিম কোর্টের দিকে ‘বল’ ঠেলে দিয়ে তিনি নীরব থাকেন।

তবে কুণাল ঘোষ নিজের থেকেই দু’টি প্রসঙ্গ তুলে বলেন, বিশ্বভারতীর উপাচার্য যে বিবৃতি করেছেন, তা সমস্ত রবীন্দ্র অনুরাগী মানুষের কাছেই অপমানজনক। এতে সমস্ত শিক্ষানুরাগী ব্যক্তি,আশ্রমিক আপমানিত। আমরা বলি,বিশ্বভারতী চলবে রবীন্দ্রনাথের মার্গদর্শন অনুযায়ী আর তিনি বলেন,বিশ্বভারতী চলবে প্রধানমন্ত্রীর মার্গদর্শন অনুযায়ী। তাই এই মুহূর্তে সর্বস্তরে এর প্রতিবাদ হওয়া দরকার।

এর পরেই সাগরদীঘি উপনির্বাচনের ফলাফলের বিষয়ে একহাত নেন অধীর চৌধুরীকে। সেই ১৯৭০ সালের ১৭ মার্চ সাইবাড়ির প্রসঙ্গ তুলে বলেন,তৃণমূল এবছরও সেই ১৭ মার্চ প্রতিবাদ দিবস পালন করবে। সেইদিন সিপিএমের নির্মম অত্যাচার নেমে এসেছিল কংগ্রেসের কর্মীদের উপর। সেই সিপিএমের সমর্থনে নির্বাচন জেতাকে কুণাল বাবু মেনে নিতে পারেন নি। তাই তিনি ১৭ মার্চের প্রসঙ্গ তুলে অধীর চৌধুরীকে খোঁচা দিয়ে বলেন,অধীর চৌধুরী ১৭ মার্চের প্রতিবাদ দিবসকে সমর্থন করবেন তো?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!