খোয়াজা-গ্রিন জুটি আমেদাবাদে চাপ বাড়াচ্ছে ভারতের উপর!

0 0
Read Time:4 Minute, 7 Second

নিউজ ডেস্ক : আমেদাবাদ টেস্টে বড় রানের দিকেই এগিয়ে চলেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে স্টিভ স্মিথের দলের স্কোর ৪ উইকেটে ৩৪৭। উসমান খোয়াজা ১৫০ ও ক্যামেরন গ্রিন ৯৫ রানে ক্রিজে রয়েছেন। প্রথম সেশনে ভারতীয় বোলাররা কোনও উইকেটই তুলতে পারেননি।

প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৯০ ওভারে ৪ উইকেটে ২৫৫। খোয়াজা ১০৪ ও গ্রিন ৪৯ রানে ব্যাট করছিলেন। আজ ৬৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন গ্রিন। খোয়াজা ও গ্রিনের জুটিতে ১০০ রান যোগ হয় ১৭৯ বলে। তাতে খোয়াজার অবদান ৪৫, গ্রিনের ৫৪, ১ রান অতিরিক্ত। পঞ্চম উইকেট জুটিতে ১৫০ রান আসে ২৫৮ বলে। এতে খোয়াজার অবদান ৭১, গ্রিনের ৭৯, ১ রান অতিরিক্ত। প্রথম ঘণ্টার শেষে জলপানের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১০৭ ওভারে ৪ উইকেটে ২৯৬। অস্ট্রেলিয়ার ৩০০ রান পূর্ণ হয় ১০৮তম ওভারের শেষ বলে।

অস্ট্রেলিয়ার ওপেনার খোয়াজা এদিন ১৫০ রান পূর্ণ করেন ৩৪৬ বলে। চলতি বছর তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯৫ রানে অপরাজিত ছিলেন। কেরিয়ারের সেই সর্বাধিক স্কোর টপকে নিশ্চিতভাবেই তিনি চাইবেন প্রথমবার দ্বিশতরান পেতে। ক্যামেরন গ্রিন এগিয়ে চলেছেন টেস্ট কেরিয়ারের প্রথম শতরানের দিকে। তাঁর প্রয়োজন আর ৫ রান। খোয়াজা এখনও অবধি ৩৫৪ বলে ১৫০ রান করে অপরাজিত রয়েছেন। মেরেছেন ২০টি চার। ১৫টি বাউন্ডারির সাহায্যে ক্যামেরন গ্রিন ১৩৫ বলে ৯৫ রানে ব্যাট করছেন। অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেট পড়েছিল ৭০.৪ ওভারে ১৭০ রানে। তারপর থেকে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছেন খোয়াজা ও গ্রিন।

গতকালের দ্বিতীয় সেশনে ভারত কোনও উইকেট তুলতে পারেনি, চলতি সিরিজে কোনও সেশনে উইকেট না পড়ার ঘটনা সেটিই ছিল প্রথম। আজকের প্রথম সেশনেও উইকেট পড়ল না। অস্ট্রেলিয়া প্রথম সেশনে ২৯ ওভারে ৯২ রান যোগ করেছে। প্রথম সেশনে ভারতীয় বোলারদের মধ্যে সামান্য দাগ কাটতে পেরেছেন রবীন্দ্র জাদেজাই। অস্ট্রেলিয়া দ্বিতীয় সেশনে রান তোলার গতি বাড়াতে চাইবে। কেন না, সিরিজ ড্র রাখতে গেলে স্মিথদের এই টেস্ট জিততেই হবে। ভারতের ২০ উইকেট তোলার জন্য কতটা সময় পর্যাপ্ত মনে করে অস্ট্রেলিয়া কত রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে সেটাও দেখার। সিডনিতে খোয়াজা যে টেস্টে অপরাজিত ছিলেন ১৯৫ রানে, সেই টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ফলো অন করিয়েও জিততে পারেনি অজিরা। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের মাত্র ২টি উইকেট পড়েছিল। এদিকে, প্যাট কামিন্সের মা মারিয়া প্রয়াত হয়েছেন। গত রাতে খবরটি এসেছে অস্ট্রেলিয়া শিবিরে। এরপরই তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে খেলার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!