সঠিক পেনশনের দাবিতে বিক্ষোভ!

0 0
Read Time:1 Minute, 52 Second

নিউজ ডেস্ক : সঠিক পেনশনের দাবিতে এদিন সিটি সেন্টারের ইপিএফও কার্যালয়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন ইপিএস৯৫ ন্যাশনাল এ্যাজিটেশন কমিটির সদস্যরা। তাদের দাবি,দীর্ঘ ৩০-৩৫ বছর পেনশন ফান্ডে টাকা দেওয়ার পরও পেনশন ভোগীরা খুবই সামান্য পেনশনের টাকা পাচ্ছেন। বিক্ষোভকারীদের পক্ষে অজিত বাগ জানান যে অডিট রিপোর্ট অনুযায়ী পেনশন ফান্ডে প্রায় ৭ লক্ষ কোটি টাকা জমা থাকা সত্বেও ইপিএফও লোকসানের অজুহাত দিয়ে পেনশন বাড়াচ্ছেনা।

তাঁর অভিযোগ , সুপ্রিম কোর্টের আদেশের সঠিক পদক্ষেপ গ্রহন না করে পেনশন ভোগীদের বঞ্চিত করছে এপিএফও। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেনশন বৃদ্ধির আশ্বাসের পরও ইপিএফও লোকসানের অজুহাত দিয়ে টালবাহানা করছে। ২০১৪ সালে কেন্দ্রীয় সরকার ন্যুনতম এপিএস৯৫ পেনশন ১০০০/- হবে ঘোষনা করলেও প্রায় ৩০ লক্ষের বেশী পেনশন ভোগী ১০০০ টাকার ও কম পেনশন পাচ্ছে। অবিলম্বে এই পেনশনের পরিমান ৭৫০০/- করতে হবে , এই দাবি তুলে দেশ জুড়ে বিক্ষোভ শুরু করেছে পেনশন ভোগীরা। তারই অঙ্গ হিসেবে এদিন দুর্গাপুরের আন্দোলন। অবিলম্বে দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুমকি পেনশন ভোগীদের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!