বুধবার দেশে চারমাসের মধ্যে করোনা সংক্রমণের গ্রাফ সর্বোচ্চ

0 0
Read Time:3 Minute, 56 Second

নিউজ ডেস্ক : বর্তমানে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বেশ কয়েক মাস করোনা গ্রাফ নিম্নমুখী থাকলেও মার্চ মাসে কিন্তু দেশে কোভিড-১৯ মাথাচাড়া দিচ্ছে। চারমাসের মধ্যে বুধবার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। অ্যাক্টিভ করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৬ জন। মোট সংখ্যা দাঁড়াল ৪৪.৬ মিলিয়ন, গ্রাফ দেখে চিন্তায় পড়ছেন দেশবাসী।

দেশে কিন্তু ইতিমধ্যে এইচথ্রিএনটু (H3N2) ভাইরাসের খবর পাওয়া গেছে। যার জেরে জর্জরিত হচ্ছেন মানুষ। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রধান লক্ষণ প্রচণ্ড পরিমাণে জ্বর হওয়া, সর্দি-কাশি, সেই সঙ্গে শরীর ক্রমশ দুর্বল হওয়া।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে স্বাস্থ্য পরিকাঠামো, টিকা দান ও নানান শর্তাবলীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার জন্য অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)- এর প্রাক্তন ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া জানান, যেভাবে দেশে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে তারজন্য করোনার নতুন ভ্যারিয়েন্টই দায়ী। ভাইরাস সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, তবে করোনার নতুন প্রজাতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটি খুব একটা গুরুতর কিছু নেই, তবে এটি নিয়ে একদমই আতঙ্কিত হবেন না।


তিনি আরও জানান, যতক্ষণ করোনা আক্রান্ত ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় বা রোগীর মৃত্যু হয় ততক্ষণ সেই ঘটনাকে গুরুতর বলা যায় না। তবে হালকা অসুস্থ হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

বুধবারের বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, অবশ্যই এর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হবে। রোগী, স্বাস্থ্য কর্মীদের মুখে মাস্ক পড়তে হবে। তিনি আরও জানান, প্রবীন নাগরিকদের মাস্ক পরা জরুরি, তাছাড়া যে সকল ব্যক্তি করোনায় আক্রান্ত তারা সর্বদাই মুখে মাস্ক পরে থাকুন।

প্রধানমন্ত্রী আরও জানান, তিনি সকলকে সাবধানে ও সতর্ক থাকতে বলেছেন। যে ল্যাবগুলিতে করোনা পরীক্ষা করা হয় সেখানে আরও নজরদারি বাড়াতে বলা হচ্ছে, যদি কোনও ব্যক্তির প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হয় তাহলে তিনি দ্রুতই করোনা পরীক্ষা করবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, পাবলিক প্লেসে মাস্ক পরুন এবং করোনা সংক্রান্ত সমস্ত নিয়ম পালন করুন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!