ধসে বিপর্যয় সিকিমে

0 0
Read Time:2 Minute, 31 Second

নিউজ ডেস্ক::আচমকা ধসে বিপর্যয় সিকিমে।আজ সকালে সিকিমের নাথুলায় তুষাড় ধসে একজন নিহত এবং 5জন আহত হন।শেষ খবর পাওয়া পযর্ন্ত বিপর্যয় মোকাবেলায় সেনাবাহিনী নেমে পড়েছে।আহতরা সকলেই পর্যটক। সকালেই ধস নামে সিকিমে।তাপমাত্রা হঠাৎ করে অনেকটাই নেমে যায়।সেই সময় বহু পর্যটক বাইরে ছিলেন।তারা কিছু বুঝতে পারার আগেই নামে তুষার ধস। প্রথমে অতটা বুঝতে পারা না গেলেও পরে বোঝা যায় তুষার ধসের ভয়াবহতা।আটকে পড়েন অনেকেই। খোজাখুজি শুরু করেন একে অন্যকে। কিছু বুঝতে পারার আগেই হঠাৎ ধস নেমে যাওয়া ছড়িয়ে ছিটিয়ে যান ঘুরতে আসা পর্যটকেরা। আতঙ্কে দৌড়াতে থাকেন তারা। খবর দেওয়া হয় সেনাবাহিনীর জওয়ানদের।

এই সময় সিকিমের আবহাওয়া এইভাবে পরিবর্তন হওয়ায় অবাক অনেকেই। এখনো পযর্ন্ত সেরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও বহু গুরুত্বপূর্ণ নথি হারিয়েছেন পর্যটকেরা। প্রচুর গাড়ি আটকে পড়ায় এখনো অনেকেই রাস্তায়। সেনাবাহিনীর পক্ষ থেকে আটকে পড়া পর্যটকদের জন্য খাবারের ব্যাবস্থা করা হয়েছে বলে খবর। সেনাবাহিনীর জওয়ানদের ডাক্তারেরা আটকে পড়া পর্যটকদের চিকিৎসা করছেন বলে খবর। ঠিক কতজন পর্যটক আটকে আছেন খবর না পাওয়া গেলেও প্রায় পঞ্চাশটি গাড়ি আটকে আছে বরফের কারনে বলে খবর।

সিকিমের মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন পর্যটক এবং তাদের পরিবারের জন্য। উদ্বারকার্য যাতে দ্রুত শেষ করা যায় সেজন্য সেনাবাহিনীর তরফ থেকে ক্রেন এবং ভারী গাড়ী আনা হয়েছে। পর্যটকদের পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে।এদিন সিকিমের ঘটনার জন্য সমবেদনা জানিয়েছেন দার্জিলিং সাংসদ রাজু বিস্তা।তিনি জানিয়েছেন ভারত সরকার সিকিমকে সব ধরনের সাহায্য করতে তৈরী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!