একাধিক দাবি নিয়ে বাংলা পক্ষর মহামিছিল!

0 0
Read Time:2 Minute, 56 Second

নিউজ ডেস্ক::বাংলায় বহিরাগতদের দাঙ্গার অপচেষ্টা নষ্ট করতে ও বিজেপি দ্বারা পরিকল্পিত বঙ্গভঙ্গের চক্রান্তকে ব্যর্থ করতে, চাকরি ও কাজে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে বাংলা পক্ষর মহামিছিল।

২৪ পরগনা বাংলাপক্ষের উদ্যোগে বাঘাযতীন স্টেশন থেকে নেতাজিনগর মোড় পর্যন্ত এক মহামিছিল অনুষ্ঠিত হল। এই মহামিছিল বাঘাযতীন মোড়, লায়ালকা, পল্লীশ্রী, শ্রী কলোনি হয়ে জি ডি বিড়লা স্কুলের মোড় থেকে নেতাজিনগর মোড়ে এসে শেষ হয়। মিছিলে তিনশতাধিক সদ‍্য, সহযোদ্ধা অংশ নেন। মিছিলে নেতৃত্ব দেন স‌ংগঠনের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ‍্যায়। উপস্থিত ছিলেন শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস‍্য ও জেলার পর্যবেক্ষক অমিত সেন, কালাচাঁদ চট্টোপাধ‍্যায়, দক্ষিণ ২৪ পরগণার জেলা সম্পাদক প্রবাল চক্রবর্তী ও উত্তর ২৪ পরগণা শহরাঞ্চলের সম্পাদক পিন্টু রায়, জলপাইগুড়ির সম্পাদক অভিষেক মিত্র মজুমদার প্রমুখ। মিছিল শেষে নেতাজিনগর মোড়ে একটি জনসভা অনুষ্ঠিত হয়।


সভায় গর্গ চট্টোপাধ‍্যায় বলেন ” বহিরাগত সংস্কৃতি আমদানি করে বাংলাকে অশান্ত করা চলবে না। দাঙ্গাবাজদের বাংলার মাটিতে কোন স্থান নেই। কারা বাইরে থেকে এসে ভোটার লিস্টে নাম তুলছে, এলাকা দখল করছে -বাংলার পুলিস সেটায় দ্রুত তদন্ত করুক। বাংলার মাটিকে ইউপি-বিহার বানানোর চক্রান্ত চলছে। বাংলা পক্ষ তা হতে দেবে না।”

কৌশিক মাইতি বাংলার মাটিতে বাঙালির কাজের অধিকার সুনিশ্চিত করার দাবি করেন। বাংলার সকল কাজে ভূমিপুত্র সংরক্ষণের দাবি করা হয়। সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ভাষা পরীক্ষা বাধ‍্যতামূলক করার দাবি করা হয়।

আয়োজক জেলার পক্ষে সম্পাদক প্রবাল চক্রবর্তী বাংলার অখণ্ডতা রক্ষা ও প্রগতিশীল সাংস্কৃতিক ঐতিহ‍্য রক্ষা করার বার্তা দেন। দক্ষিণ ২৪ পরগনার বাঙালিকে দাঙ্গাবাজদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!