তৃণমূল জেলা কমিটিতে চমক!

0 0
Read Time:3 Minute, 8 Second

নিউজ ডেস্ক::জেলা কমিটিতে চমক। কমিটিতে আছেন নতুন এবং পুরানো মিলিয়ে সবাই। জেলা কমিটির দল ঘোষনার পরে শোরগোল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস শিবিরে। এবার অনেকটাই দর্শকের ভূমিকায়ে গৌতম দেব এবং রঞ্জন সরকার,অন্যদিকে উজ্জ্বল ভূমিকায়ে জেলা সভাপতি পাপিয়া ঘোষ। বহুদিন পরে যিনি তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন যোগান দিচ্ছেন বলেই খবর। ছোট কর্মী এবং সাধারন কর্মীরা জানিয়েছেন দলের মধ্যে গুমোট ভাবটা যে এখন একেবারেই নেই তার মুল কৃতিত্ব জেলা সভাপতির। এখন তৃণমূল কংগ্রেস শিলিগুড়ি শিবিরকে অনেকটাই চাঙ্গা করতে তার কৃতিত্ব দাবী করতে পারেন জেলা সভাপতি। সব দিকেই একেবারেই সুষ্ঠুভাবে নাম দিয়ে এবং ঘোষনা করে জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানালেন এই জেলার রাশ তারই হাতে।

কর্মীদের সাথে বন্ধুর মতন মেশেন বড়দের সম্মান করেন সবার সাথে হেসে কথা বলছেন, কেউ সাহায্য চাইতে আসলে বিরক্ত হন না, এরজন্য তিনি জেলা সভাপতি। সবাইকে পাশে রেখে সবার সামনেই দল ঘোষনা করে তিনি বুঝিয়ে দিলেন তিনি কতখানি দক্ষ হয়ে উঠেছেন। শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল কতখানি সবাই তা জানেন। এই গোষ্ঠী কোন্দলকে দুরে সরিয়ে দিয়ে একেবারেই নতুন রুপ দিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসকে। আর কালকের দল ঘোষনা একেবারেই চমক তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে।পাপিয়া ঘোষ যে প্রচণ্ডভাবে পরিনত তা তিনি গতকাল বুঝিয়ে দিয়েছেন দল ঘোষনা করে। এর কর্মীরাও জানিয়েছেন তারাও খুশী এই জেলা কমিটির নাম ঘোষনায়।

সামনে লোকসভা নির্বাচন,এই বড় পরিক্ষা জিততে হবে তৃণমূল কংগ্রেসকে।তাই দরকার একেবারেই স্বচ্ছ জেলা কমিটি যারা একেবারেই নিরপেক্ষভাবে লড়াই করবে জানালেন পাপিয়া ঘোষ।এর সাথে উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে দেবব্রত দত্তকে এবং চেয়ারম্যান হিসাবে রাখা হয়েছে অলোক চক্রবর্তীকে। তৃণমূল যুবতে আনা হয়েছে অনেক নতুন মুখ যারা আগামীদিনে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসকে নতুনকরে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!