প্রিয়াঙ্কা মূর্মূর সোনা জয়!

0 0
Read Time:2 Minute, 2 Second

নিউজ ডেস্ক::গত ৭,৮,৯ এপ্রিল গুয়াহাটি কটন ইউনিভার্সিটির ইন্ডোর স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল অল স্পোর্টস গেমস ফেডারেশনের পক্ষ থেকে “আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগীতা”র আয়োজন করা হয় । এই প্রতিযোগীতায় ভারত ছাড়াও নেপাল,ভুটান, বাংলাদেশ,শ্রীলঙ্কা ইত্যাদি দেশ অংশগ্রহণ করে । এই প্রতিযোগীতায় বীরভূম থেকে প্রিয়াঙ্কা মূর্মূ অংশগ্রহণ করে কাতা ও কুমিতে বিভাগে দুটি গোল্ড জিতে নেয় । এরপরেই তপশিলি উত্থান পশ্চিমবঙ্গের পক্ষ থেকে যোগাযোগ করা হয় প্রিয়াঙ্কা মূর্মূর সঙ্গে । ষোলো এপ্রিল প্রিয়াঙ্কার হাতে তপশিলি রত্ন সম্মান তুলে দেওয়া হয় শিয়ালদহ বিসি রায় অডিটোরিয়াম হলে ।


প্রিয়াঙ্কার সাথে এই অনুষ্ঠানে গিয়েছিলেন তার মা বুদনি মূর্মূ ও বোন সুমিতা মাণ্ডি। প্রিয়াঙ্কা সম্প্রতি বিটেক পাশ করেছে । প্রশিক্ষক কৌশভ স্যানাল বলেন, “শিলিগুড়ির একটি কলেজে পড়াকালীন বোলপুরে আমার কাছে ক্লাশ করতে আসত । প্রচণ্ড পরিশ্রম করে এই সফলতা অর্জন করেছে প্রিয়াঙ্কা ।” পরিবারের সকল সদস্য প্রিয়াঙ্কার সফলতায় গর্বিত । প্রিয়াঙ্কা বোলপুর কোর্টের পেছনে ধর্মরাজতলায় থাকে । প্রিয়াঙ্কার আগামী লক্ষ্য ক্যারাটের ওয়ার্ল্ড কাপ খেলায় অংশগ্রহণ করা । বর্তমানে নিজেকে ও সেভাবেই তৈরি করছে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!