২৫ বৈশাখ কোলকাতায় রবীন্দ্র স্মরণে মেগা শো – প্রধান আকর্ষণ অমিত শাহ,ঋতুপর্ণা সেনগুপ্ত

0 0
Read Time:3 Minute, 11 Second

নিউজ ডেস্ক::বিজেপির সাংস্কৃতিক মঞ্চ ‘খোলা হাওয়া’ এখন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চলেছে। ‘খোলা হাওয়া’র আসন্ন অনুষ্ঠান রবীন্দ্রজয়ন্তী পালন।
২৫ বৈশাখ উপলক্ষে কোলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে গেরুয়া শিবির। সেখানে প্রধান আকর্ষণ স্বরাষ্ট্রমন্ত্রী। ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। সব মিলিয়ে জাঁকজমকপূর্ণ একটি রবীন্দ্রসন্ধ্যার সাক্ষী থাকবে শহর। বাস্তবিক তৃণমূলের সাংস্কৃতিক চক্রের সাথে প্রতিযোগিতায় বিজেপির প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত এই ‘খোলা হাওয়া’ মঞ্চটি খোলেন।

‘খোলা হাওয়া’ ইতিমধ্যে কোলকাতায় একাধিক অনুষ্ঠান করেছে। বিতর্কও কম হয় নি। কিছুদিন আগে
সংগঠনই আরও একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেখানে প্রধান বক্তা হিসাবে এসেছিলেন ‘কাশ্মীর ফাইল্‌স’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ছিলেন বলিউড অভিনেতা অনুপম খেরও। অনুষ্ঠানটি নিয়ে কম বিতর্ক হয়নি। এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতৃত্ব জানিয়েছে, আগামী ৮ মে অর্থাৎ ২৪ বৈশাখ শাহ রাজ্যে আসবেন। সে দিন তাঁর মুর্শিদাবাদে জনসভা করার কথা। ৯ তারিখ, রবীন্দ্রজয়ন্তীর দিন সকালে তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যেতে পারেন। এর পর বিভিন্ন সাংগঠনিক বৈঠক করার কথা তাঁর। ওই দিন সন্ধ্যায় শাহ যোগ দেবেন গেরুয়া শিবিরের সাংস্কৃতিক অনুষ্ঠানে।

রবীন্দ্রসন্ধ্যায় শাহ ছাড়াও থাকবেন বিজেপির বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংস্কৃতিক অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ অবশ্যই ঋতুপর্ণা। তিনি ছাড়াও অনুষ্ঠানে থাকবেন শিল্পী তনুশ্রী শঙ্কর, সোমলতা আচার্য, মেধা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ৯ মে বিকেল ৫টা থেকে এই অনুষ্ঠানটি শুরু হবে। এই অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যে শোরগোল পরে গেছে রাজ্য বিজেপির মধ্যে। এখন দেখার এই অনুষ্ঠান কতটা রবীন্দ্র স্মরণে হয়। সাধারণ রীতি অনুযায়ী রাজনৈতিক দলগুলো সমস্ত মঞ্চকেই রাজনৈতিক মঞ্চ হিসাবে ব্যবহার করে থাকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!