বিস্ফোরক তৃণমূল কংগ্রেসের সাংসদ

0 0
Read Time:3 Minute, 36 Second

নিউজ ডেস্ক::আবার বিতর্কে তৃণমূল কংগ্রস সাংসদ নুসরত জাহান। এবার আর ব্যক্তিগত জীবন নিয়ে নয়। রাজনৈতিক ক্ষেত্রে বিতর্কিত মন্তব্য করার জন্য খবরের একেবারে শিরোনামে চলে এসেছেন তিনি। নুসরত জাহান বিজেপিকে বাঁশপেটা করার নিদান দিয়েছেন।

একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বসিরহাটের সাংসদ নুসরত জাহান বলেছেন, ‘২০২১-এর ভোটে হেরে বড় ষড়যন্ত্র করছে বিজেপি। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী যাতে মানুষের জন্য কাজ না করতে পারেন, সেজন্য টাকা বন্ধ করেছে কেন্দ্র।’ এর পরই বসিরহাটের সাংসদের বার্তা, ‘বিজেপি ভোট চাইতে এলে বাঁশপেটা করবেন।’

১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে মোদী সরকার। এই অভিযোগে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে শহরে ধর্না অবস্থানও করেছেন তিনি। এমনকী দিল্লিতে গিয়ে দরবারও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও দিল্লিতে গিয়ে ধর্না দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে সামনেই পঞ্চায়েত ভোট। এগরা বিস্ফোরণ কাণ্ডের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ার কারণেই বেআইনি বাজি কারখানায় টাকার জন্য মানুষ কাজ করতে যাচ্ছেন। তারপরেই এই ধরনের ঘটনায় তাঁরা প্রাণ হারাচ্ছেন।

এদিকে দিলীপ ঘোষ আজও বলেছেন কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছে। আরও প্রকল্পের টাকা বন্ধ করবে। কারণ মানুষের কাছে সেই টাকা পৌঁছছে না। তার আগেই সেই টাকা কেটে নিয়ে যাচ্ছেন নেতারা। এই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। এবং সধারণ মানুষের টাকা যাতে নেতাদের হাতে না যায় সেকারণেই এই সিদ্ধান্ত মোদী সরকার নিয়েছে বলে দাবি করেছেন তিনি।

এদিকে ১০০ দিনের টাকা নিয়ে ফের বিজেপিকে তীব্র নিশানা করেছেন নুসরত জাহান। তিনি বলেছেন, ‘
২০২১ সালে বলেছিল, ইস বার, ২০০ পার! ওই ২০০-র নৌকা অনেকক্ষণ ধরে টেনেছে। কিন্তু পার করতে পারেনি। মাঝনদীতেই ডুবে গিয়েছে।’

তৃণমূল সাংসদ অভিযোগ করেছেন, ‘মুখ্যমন্ত্রী যাতে মানুষের জন্য কাজ না করতে পারেন তাই সমস্ত টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। আমরা যখন টাকা চাই, আমাদের কথা শোনে না। কিছু দেয় না বাংলার মানুষকে। তা হলে বাংলার মানুষ তোমাকে ভোট দেবে কেন? তুমি কী করেছ?’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!