আসন্ন ঘূর্ণিঝড় – নাম ‘বিপর্যয়’ – কাজেও বিপর্যয় ঘটাতে পারে

0 0
Read Time:2 Minute, 8 Second

নিউজ ডেস্ক : নামেই তার শক্তির জানান দিচ্ছে। মঙ্গলবার রাতেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হল বিপর্যয়। এমনই তথ্য জানিয়েছে ভারতীয় আবহ বিজ্ঞান দফতর। শুক্রবার রাতে গোয়া উপকূল থেকে ৯২০ কিলোমিটার পশ্চিম- দক্ষিণ পশ্চিম, মুম্বই উপকূল থেকে ১০৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম এবং পোরবন্দরের থেকে ১১৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল বিপর্যয়৷ এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের জেরে শুক্রবার রাত থেকেই পূর্ব মধ্য এবং দক্ষিণ পূর্ব আরব সাগরের উপরে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটারে পৌঁছবে৷ এর পর শক্তিশালী এই ঘূর্ণিঝড় আরব সাগরের উপর দিয়ে যত এগোবে, ততই বাড়বে তার শক্তি এবং পাল্লা দিয়ে বাড়বে হাওয়ার গতিবেগ৷ উত্তাল হবে সমুদ্র৷

আবহ দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ জুন মধ্য আরব সাগরের উপরে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ থেকে ১৫৫ কিলোমিটার এমন কি সর্বোচ্চ ১৭০ কিলোমিটারও ছুঁতে পারে৷ এর জেরে সংলগ্ন গোয়া, কর্ণাটক এবং মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে৷ ইতিমধ্যেই ওই অঞ্চলের মৎস্যজীবীদের ফিরে আসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে৷ অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের জেরে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকের মতো রাজ্যগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!