ভারতে আয়োজিত হতে চলেছে মিস ওয়ার্ল্ড

0 0
Read Time:3 Minute, 20 Second

নিউজ ডেস্ক : ২০২৩ সালে বিনোদন প্রেমীদের জন্য খুশির খবর, ২৭ বছর পর ভারতে আয়োজিত হতে চলেছে মিস ওয়ার্ল্ড ২০২৩-এর প্রতিযোগিতা। ১৯৯৬ সালে শেষবারের মতো আয়জিত হয়েছিল এই প্রতিযোগিতাটি। ২৭ বছর পর দেশবাসী আবার সেই বিরল ও সুন্দর মুহূর্তের সাক্ষী থাকতে চলেছেন।

৮ জুন বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে ঘোষণা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মিস ওয়ার্ল্ড সংস্থার চেয়ারম্যান জুলিয়া মোর্লে ও ২০২২ সালের বিজয়ী ক্যারোলিনা বিলাওস্কাও। জুলিয়া মোর্লে এই ঘোষণাটি করেছেন। উপস্থিত ছিলেন সিনি শেট্টিও। ২০২৩ সালে ৭১ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন।

জুলিয়া মোর্লে জানান, “এবার ৭১তম মিস ওয়ার্ল্ড ফাইনাল ভারতেই অনুষ্ঠিত হবে, বিশ্বসুন্দরী প্রতিযোগিতার সমস্ত আয়োজন করবে ভারতই। আর এটি ঘোষণা করতে পেরে আমি খুব আনন্দিত। ৩০ বছর আগে আমি এই দেশে প্রথম আসি। তারপর থেকেই ভারত আমার মনে খুব সুন্দর একটা জায়গা তৈরি করে নিয়েছে। যারা এই প্রতিযোগিতায় অংশ নেবেন তারা একমাস এখানে থাকবেন। সেই সময়ে এই দেশের সুন্দর ও বৈচিত্র্যময় জিনিসের সাক্ষী থাকবেন।”

এবারের প্রতিযোগিতায় ১৩০ জন জাতীয় চ্যাম্পিয়ন তাঁদের নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। ভারত এমন একটি দেশ যেখান থেকে ছয় ছয়বার মিস ওয়ার্ল্ডের শিরোপা জিতেছে সুন্দরীরা। ১৯৬৬ সাল থেকে ভারতীয় সুন্দরীরা বিশ্বসুন্দরীর মুকুট পরেছেন। ভারতীয় মিস ওয়ার্ল্ড বিজয়ী ছিলেন রীতা ফারিয়া (১৯৬৬) , ঐশ্বর্য রাই (১৯৯৪), ডায়ানা হেডেন (১৯৯৭), যুক্তামুখী (১৯৯৯), প্রিয়ঙ্কা চোপড়া (২০০০), মানুষি চিল্লার (২০১৭)।

মিস ওয়ার্ল্ড ফাইনালের অনুষ্ঠান চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর আয়োজিত হতে পারে, তবে কবে হবে সেই তারিখ কিন্তু এখনও ঘোষণা করা হয়নি।

অভিনেত্রী মানুষি চিল্লার তাঁর ইনস্টাগ্রামে এই খবরটি শেয়ার করেছেন। তিনি এই খবরে খুব খুশি ও উচ্ছ্বসিত। সিনি শেট্টি এই খবরে কিন্তু খুব উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন , ” আমি অপেক্ষা করছি সেই সুন্দর মুহূর্তের জন্য। আমি আশা করছি আপনারা সবাই এই বিশেষ সময়ে খুব খুশি হবেন আর ভালো সময় কাটাতে পারবেন।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!