তীব্র কম্পন টোঙ্গাতে

0 0
Read Time:1 Minute, 52 Second

নিউজ ডেস্ক::তীব্র কম্পন! প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলের দ্বীপ দেশ টোঙ্গাতে। ( Tonga in the South Pacific Ocean) তীব্র কম্পন অনুভূত হয়েছে। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৭.২ বলে জানা গিয়েছে।

হঠাত তীব্র ঝাঁকুনিতে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। যদিও এখনও ক্ষয়ক্ষতি স্পষ্ট নয়। এমনকি হতাহতেরও কোনও খবর এখনও জানা যায়নি। তবে ঘটনার পরেই একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে সামনে এসেছে।

যেখানে কম্পনের সময় কিছু ভিডিও ধরা পড়েছে। শুধু তাই নয়, সামনে আসা ভিডিওতে মানুষজনকে আতঙ্কে ছোটাছুটি করতে দেখা যাচ্ছে। টোঙ্গার প্রায় ২৮০ কিমি (১৭৪ মাইল) দক্ষিণ-পশ্চিমে ১৬৭.৪ কিমি ( ১০৪ মাইল) গভীরতায় এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনার পরেই সুনামির আতঙ্কও ছড়িয়ে পড়ে। আতঙ্কে মানুষ উপকূল এলাকা থেকে সরে যান। যদিও সাইক্লোন সেন্টারের তরফে স্পষ্ট বার্তা, কম্পনের ফলে কোনও সুনামির আশঙ্কা নেই। যদিও গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বলে রাখা প্রয়োজন, মাঝে মধ্যেই প্রশান্ত মহাসাগর অঞ্চল জুড়ে কম্পন অনুভূত হয়। যা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বীপগুলির মানুষ রীতিমত আতঙ্কে সময় কাটান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!