তীব্র দাবদাহে রক্তদান শিবির

0 0
Read Time:1 Minute, 35 Second

নিউজ ডেস্ক::তীব্র দাবদাহে বীরভূম জেলা জুড়ে তীব্র রক্ত সংকট চলছে । এই রক্ত সংকট মেটাবার জন্য সিউড়ি রেনবো স্পোটিং ক্লাব ও সিউড়ি উদীচি রাঙামাটির ব্যবস্থাপনায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় । প্রায় বাহান্ন ইউনিট রক্তের ব্যবস্থা করা হয়েছে । প্রত্যেক রক্তদাতাকে এই তীব্র তাপদাহ থেকে বাঁচার উপায় হিসেবে একটি করে গাছের চারা, ঠান্ডা জল,সামান্য টিফিন সরবরাহ করা হয় ।

বীরভূম জেলা তৃণমূল সহসভাপতি মলয় মুখোপাধ্যায়,সিউড়ি পৌরসভার উপপৌরপতি বিদ্যাসাগর সাউ,সিউড়ি শহর তৃণমূল সভাপতি আব্দুল শাফি,উদীচি রাঙামাটি কর্ণধার রাহুল মন্ডল,বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর লক্ষীনারায়ন মন্ডল উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন বীরভূম জেলার বিখ্যাত ডাক্তারগণ, রেনবো ক্লাবের কর্ণধার আরিন ব্যানার্জি । বীরভূম জেলা তৃণমূল সহসভাপতি মলয় মুখার্জি বলেন, “রেনবো ক্লাব এবং উদিচি রাঙামাটি যখনি প্রয়োজন হয় মানুষের পাশে থেকে বিভিন্ন রকম মানবিক কর্মসূচিতে শামিল হয় ।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!