মমতা ঠিক করে দিলেন তৃণমূলের প্রচারে ঝড় তোলার ইস্যু

0 0
Read Time:4 Minute, 41 Second

নিউজ ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কীভাবে প্রচারে ঝড় তুলবে তার দিশা দেখালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কালীঘাটের বাসভবনে হয়ে গেল পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠক।

পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন বিষয় দেখভালের জন্য ৬ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। বৈঠক চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির সাফল্য দেখে তাঁকে রাজ্য সভাপতি করার প্রস্তাবও উঠল বৈঠকে।

সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন, যাঁরা নির্দল হয়ে ভোটে লড়ছেন তাঁদের দলে ভবিষ্যতে ফেরানো হবে না। আপনারা ভালো করে জেনে রাখুন৷ কেউ যদি ভাবেন তাঁর সিদ্ধান্ত দল মেনে নেবে, সেটার কোনও প্রশ্ন নেই। পরে সাংবাদিক বৈঠকেও এ কথা জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার ও কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় বাহিনী মণিপুর সামলাতে পারছে না। ওরা হেল্পলেস হয়ে আছে ওখানে। কত কেন্দ্রীয় টিম সেখানে পরিদর্শন করেছে? ওডিশায় কটা কেন্দ্রীয় দল গেছে? আর এখানে বলছে কেন্দ্রীয় বাহিনী পাঠাবে!

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষকে গ্রামে গ্রামে গিয়ে জানাতে হবে তৃণমূল কংগ্রেস কী কী কাজ করেছে, কীভাবে সকলকে সাহায্য করেছে। প্রচারে প্রতিটি জেলার উন্নয়নের কথা তালিকা ধরে জানাতে হবে। বামেদের সময় পঞ্চায়েত নিয়ে মানুষের যে ধারণা ছিল তা তৃণমূল বদলে দিয়েছে, এটাও তুলে ধরতে হবে প্রচারে।

বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল, ঠিক তার উল্টোটা করেছে, সেই বিষয়টিও প্রচারে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন দঅভিষেক। ২২ তারিখ থেকেই প্রতি অঞ্চল ধরে ধরে প্রচারে সিনিয়র নেতারা থাকবেন বলে বৈঠকে স্থির হয়েছে। দলনেত্রী জানান, ভাঙড় পরিস্থিতি নিয়ে প্রশাসন আইন-শৃঙ্খলার বিষয় দেখছে। কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা হবে সেটা নজরে রাখা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্যকে বলেন, মহিলা সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। বঙ্গ জননীকে আরও কাজে নামাতে হবে। শশী পাঁজা ও মালা রায়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলার নির্দেশও দেন দলনেত্রী। তিনি শতাব্দী রায়কে বলেছেন বীরভূমে আরও বেশি সময় দিতে।

সোশ্যাল মিডিয়ায় বিজেপির ভুয়ো প্রচারে নজর রাখার নির্দেশও দেন দলনেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, মলয় ঘটক, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্যকে রেখে পঞ্চায়েত নির্বাচনের জন্য কমিটি গঠন করে দেওয়া হয়েছে। শওকত মোল্লার সঙ্গে সমন্বয় রেখে ভাঙড় দেখার দায়িত্ব দেওয়া হয়েছে সব্যসাচী দত্তকে।

সভার শুরুতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেন, আমার শরীর খারাপ। তাই এখন আর রাজ্যের কোথাও সেভাবে যেতে পারি না। এখন ভবানীপুরের পার্টি অফিস আর তৃণমূল ভবনে যাই। দলের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!