নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পাণশিলা এলাকার তৃণমূল নেতার বিজেপিতে যোগ

0 0
Read Time:3 Minute, 2 Second

নিউজ ডেস্ক : রাস্তায় বেরোলে সবাই চোর বলছে, তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ,
নবদ্বীপে বিজেপিতে যোগ দিয়ে বললেন নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পাণশিলা এলাকার তৃণমূল নেতা।

নদীয়ার নবদ্বীপে ভোটের আগেই দলবদল। হাতেগোনা মাত্র ক’দিন তার পরই রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন ২০২৩।

যদিও এই নির্বাচনকে নিয়ে ইতিমধ্যে দেখা দিয়েছে একাধিক আইনি জটিলতা।

তথাপি নির্বাচনকে ঘিরে প্রচার সহ নির্বাচনি রনকৌশল নিয়ে জোরকদমে মাঠে নেমে পরেছে শাসক – বিরোধী সব রাজনৈতিক দল।

আর এর মধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক নেতাদের দল বদলের পালা।

অতীতে দলবদলের জন্য কারন দেখাতো রাজনৈতিক নেতারা দলে থেকে কাজ করতে পারছি না, দল কাজ করতে দিচ্ছে না সহ বিভিন্ন কারন।

নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পাণশিলা এলাকার বুথ স্তরের তৃণমূল নেতা, সুকদেব পাল বলেন রাস্তায় বেরোলে সাধারণ মানুষ চোর বলতে শুরু করেছে, শুধু আমাকে নয় পরিবারের সদস্যদেরও শুনতে হচ্ছে এই অপবাদ, সে কারনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম।

সুকদেব পালের সাথে আরও তিরিশটি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দেয় বিজেপিতে।

এদিন কানাই নগর এলাকায় নবদ্বীপ ব্লকের ZP 26 এর সভাপতি মধুসূদন সেন এর হাত থেকে দলিয় পতাকা তুলে নেয় তৃণমূল ত্যাগিরা।

এদিনের এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া উত্তরের জেলা কমিটির বিভিন্ন নেতৃত্ব সহ মন্ডল ও ব্লকের বিভিন্ন নেতৃত্ব।

এ প্রসঙ্গে মন্ডল সভাপতি মধুসূদন সেন বলেন যারা সৎ, মানুষের জন্য ভাবে তারা কেউ চোরের দলে থাকতে পারবে না, তাই এদিন সুকদেব পাল সহ তিরিশ টি পরিবার যোগ দিল বিজেপিতে।

আর এতে এলাকায় আমাদের সংগঠন আরও বেশি শক্তিশালি হবে।
পাশাপাশি তিনি বলেন পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদ সবেতেই বিজেপি জয় লাভ করবে।

সব মিলিয়ে একদম নির্বাচনের দোরগোড়ায় এসে এভাবে শাসক শিবিরে বিজেপির ভাঙ্গন ধরানো যে যথেষ্ট তাৎপর্য পূর্ণ তা বলাই বাহুল্য।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!