জেনে নিন শহরের কোথায় মিলবে কম দামে সবজি

0 0
Read Time:2 Minute, 52 Second

নিউজ ডেস্ক::ভয়ঙ্কর দশা আম বাঙালি। এক দিকে রান্নার গ্যাসের দাম আরেকদিকে সবজির দাম। কোনও কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না। কাঁচা লঙ্কার দাম ২৫০ টাকা কেজি হয়ে গিয়েছে। সামান্য ধনেপাতা সেটাও ৩০০ থেকে ৩২৫ টাকায় পৌঁছে গিয়েছে। আদা ৩০০ টাকা কেজি।

রান্না বন্ধ করে পেটে খিল দিয়ে বসে থাকার জোগার হয়েছে। পরিস্থিতি সামাল দিতে শেষে ময়দানে নেমেছে রাজ্য সরকার। গতকালই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এবার থেকে কম দামে সবজি বিক্রি করবে রাজ্য সরকার। সুফল বাংলার স্টলগুলিতে ৫ থেকে ১০ টাকা কমে সবজি বিক্রি করা হবে।

সেই আদার দামও এখন বাড়তে বাড়তে ৩০০ টাকা হয়ে গিয়েছে। এর কারণ হিসেবে দাবি করা হচ্ছে মণিপুরের অশান্তি। আদা মূলত উত্তর পূর্বের রাজ্যগুিল থেকে আসে। কিন্তু মণিপুের অশান্তির কারণে নাকি আদা তেমন ভাবে বাজারে আমদানি হচ্ছে না। কিন্তু প্রশ্ন উঠছে শুধুকি মনিপুর থেকেই আদা আসে রাজ্যে।

বাজারে হঠাৎ করে এই সবজির দাম বৃদ্ধির নেপথ্যে ফাটকা কারবারিরা রয়েছে বলে মনে করা হচ্ছে। গতকালই রাজ্য সরকার কড়া পদক্ষেপ করেছে। সুফল বাংলার স্টল গুলিতে কম দামে সবজি বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। ৫ থেকে ১০ টাকা কম দরে সবজি বিক্রি করা হবে সুফল বাংলার স্টল গুলিতে।

আজা আবার রবিবার আজ বাজারে সবজির দাম আরও চড়া হবে বলে মনে করা হচ্ছে। সেকারণে বাজারে বাজারে টাস্ক ফোর্স ফের অভিযান শুরু করবে বলে জানিয়েছে রাজ্য সরকার। ফাটকা কারবারিদের রুখতে এবং কালোবাজারি রুখতে টাস্ক ফোর্স অভিযান চালাবে। তবে তাতে কতটা নিয়ন্ত্রণ করা যাবে সেটা নিয়ে সন্দেহ রয়ে গিয়েছে। এক নজরে দেখে নিন আজকের বাজারদর।

কাঁচালঙ্কা – ২৫০ থেকে ৪০০ টাকা কেজি
ধনেপাতা – ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি
আদা – ২৭০ থেকে ৩০০ টাকা েকজি
ক্যাপসিকাম – ১৬০ থেকে ১৮০ টাকা কেজি
টমেটো – ১২০ থেকে ১৫০ টাকা কেজি
বেগুন – ১০০ থেকে ১১০ টাকা কেজি
উচ্ছে – ১০০ থেকে ১২০ টাকা কেজি

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!