বাসন্তীতে শ্যুটআউট

0 0
Read Time:3 Minute, 9 Second

নিউজ ডেস্ক::পঞ্চায়েত নির্বাচনের আগে (Panchayat Election 2023) রাজ্যপাল এলাকা ছাড়তেই আবারও উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী বিধানসভার নফরগঞ্জ পঞ্চায়েতের চৌরঙ্গি মোড় এলাকা। অভিযোগ সেখানে সোমবার গভীর রাতে বাসন্তী ব্লক তৃণমূল নেতা দুলাল মণ্ডলকে লক্ষ্য করে দুয়রাউন্ড গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

গুলি লাগে অপর এক তৃণমূল কর্মী সমর্থক ফড়িং ওরফে খগেন খুটিয়ার পায়ে। গুলির আওয়াজ শুনে আশেপাশের লোকজন বেরিয়ে আসতে দুষ্কৃতীরা পালিয়ে গা ঢাকা দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই হাজির হয় ঝড়খালি কোস্টাল থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রাখে।

অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে (Panchayat Election 2023) গুলিতে জখম তৃণমূল কর্মী ফড়িং ওরফে খগেন খুটিয়াকে উদ্ধার করেন এলাকার লোকজন। তারা তড়িঘড়ি ওই তৃণমূল কর্মীকে চিকিৎসার জন্য বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ায় চিকিৎসকরা কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন।

ঘটনার বিষয়ে তৃণমূল নেতা দুলাল মণ্ডল জানিয়েছেন, তাঁর স্ত্রী বিগত দশ বছর তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য (Panchayat Election 2023) ছিলেন। বর্তমানে ৩৫ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে প্রার্থী হয়েছেন সুষমা মণ্ডল । রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ বাড়ির কাছে দাঁড়িয়ে ছিলেন।

সেই সময় হিরন্ময়পুরের তৃণমূল কর্মী ফড়িং ওরফে খগেন খুটিয়া পঞ্চায়েতের (Panchayat Election 2023) ভোটার স্লিপ নিতে বাড়িতে এসেছিলেন। তার সঙ্গে কথা হচ্ছিল। আচমকা সেই সময় ৪/৫ টি বাইকে চেপে বিজেপি আশ্রিত ১০/১২ জন দুষ্কৃতী আসে। প্রত্যেকেই তাদের গাড়ির হেডলাইট বন্ধ রেখেছিল।

দুষ্কৃতীরা আচমকা গুলি চালায়। তিনি দৌড়ে পালাতে গিয়ে মাটিতে পড়ে যান। দুষ্কৃতীরা আরেও এক রাউন্ড গুলি চালায়। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সহকর্মী ফড়িংয়ের পায়ে লাগলে মাটিতে লুটিয়ে পড়ে। গুলির আওয়াজ শুনে প্রতিবেশীরা বেরিয়ে আসলে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বাইক চালিয়ে পালিয়ে যায়। যদিও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে বিজেপি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!