বীরভূমে প্রচারে বাধা,চিঠি পাঠিয়ে ভোটের অনুরোধ বিজেপি প্রার্থীর

0 0
Read Time:1 Minute, 58 Second

নিউজ ডেস্ক::মনোনয়ন জমা দেওয়ার পর থেকে শুরু হয়েছে হুমকি । মনোনয়নপত্র প্রত্যাহার না করায় প্রচারে বেরোলে রাখা হচ্ছিলো নজর । দেওয়া হচ্ছিল বাধা তাই বাধ্য হয়ে ডাকযোগের মাধ্যমে ভোটারদের বাড়ী বাড়ী নমুনা পোস্টাল ব্যালট এবং ভোট দেওয়ার অনুরোধ করা একটি চিঠি পাঠিয়ে অভিনব পদ্ধতিতে ভোট প্রচার করেন হেতমপুর গ্রামপঞ্চায়েতের সাতেরোনং আসনের বিজেপি প্রার্থী রতনকুমার আচার্য্য । প্রাক্তন উপপ্রধান নীলোৎপল মুখার্জী তৃনমূল প্রার্থী । রতনকুমার বলেন, “মনোনয়ন জমা দেওয়ার পর থেকে হুমকি দেওয়া হচ্ছে মারধর বাড়ী ভাঙচুর করা হবে বলে । কোনোক্রমে পালিয়ে বেচেছিলাম ।

এক সিপিএম প্রার্থী,এক নির্দল প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে । বাকি আছি আমি । তাই আমাকে হুমকি দেওয়া হচ্ছে প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল । তাই ডাকযোগের মাধ্যমে ভোটারদের বাড়ী বাড়ী চিঠি পাঠিয়ে ভোটদানের অনুরোধ করলাম ।” পাঁচ টাকার ডাকটিকিট বসিয়ে চিঠি পাঠানো হয় । এতে ডাকঘরের অনেক টিকিট বিক্রি হয়েছে । সাতকেন্দুলি,গিরিডাঙা, নিরাময় নিয়ে সাতেরো নং ওয়ার্ড । তৃনমূল জেলা সহসভাপতি মলয় মুখার্জী বলেন, “পিছন থেকে সিপিএম কংগ্রেস মদত দিচ্ছে । কোথাও প্রচারে বাধা দেওয়া হয় নি । নাটক করে প্রচারের আলোয় আসতে চাইছে ।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!