ভারতের কাছে ডমিনিকায় তিন দিনেই চূর্ণ ওয়েস্ট ইন্ডিজ

0 0
Read Time:4 Minute, 17 Second

নিউজ ডেস্ক::আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র জয় দিয়েই শুরু করল ভারত। ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪১ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মার দল।

প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অশ্বিনকে বাইরে রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিল ভারত। তার পরের টেস্টেই অশ্বিনের দুরন্ত কামব্যাক।

অশ্বিন এই নিয়ে অষ্টমবার কোনও টেস্ট ম্যাচে ১০ বা তার বেশি উইকেট নিলেন। ৩৪ বার ইনিংসে পাঁচ উইকেট দখলের নিরিখে ধরে ফেললেন রঙ্গনা হেরাথের নজির। ডমিনিকাতেই প্রথম ইনিংসে জেমস অ্যান্ডারসনের ৩২ বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির পিছনে ফেলেছিলেন অশ্বিন।

ওয়েস্ট ইন্ডিজের ১৫০ রানের জবাবে শুক্রবার টেস্টের তৃতীয় দিনে চা বিরতির এক ঘণ্টার কিছু আগে ভারত ৫ উইকেটে ৪২১ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল। চা বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ২ উইকেটে ২৭। তৃতীয় সেশনেই ভারত তুলে নিল বাকি ৮টি উইকেট। এই নিয়ে ২৩ বার কোনও টেস্টে শেষ উইকেটটি পেলেন অশ্বিন। টপকে গেলেন শেন ওয়ার্ন (২২ বার)-কে।
৫০.৩ ওভারে ১৩০ রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। পাঁচজন ব্যাটার লেগ বিফোর হলেন। প্রথম ইনিংসে সর্বাধিক ৪৭ রান করার পর দ্বিতীয় ইনিংসেও ক্যারিবিয়ানদের হয়ে সবচেয়ে বেশি ২৮ রান করলেন অ্যালিক আথানেজ। এই টেস্টেই তাঁর অভিষেক হয়। দুই ওপেনার অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট ও ত্যাগনারায়ণ চন্দ্রপল ৭ রান করে আউট হন।

রেমন রেইফার ১১, জারমেইন ব্ল্যাকউড ৫, জোশুয়া ডি সিলভা ১৩, আলজারি জোসেফ ১৩, রাহকিম কর্নওয়াল ৪, কেমার রোচ শূন্য ও জোমেল ওয়ারিকান ১৮ রান করেন। ২০ রানে অপরাজিত থাকেন জেসন হোল্ডার। দুই ইনিংস মিলিয়ে মোট ২৮০ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
অশ্বিন ২১.৩ ওভার হাত ঘুরিয়ে ৭টি মেডেন-সহ ৭১ রানে ৭ উইকেট নিলেন। বিদেশের মাটিতে এটি তাঁর সেরা বোলিং ফিগার। এই টেস্টে ১২ উইকেট নিলেন ১৩১ রানের বিনিময়ে। পাঁচটি মেডেন-সহ ২১ ওভারে ৩৮ রান দিয়ে দুটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। মহম্মদ সিরাজ ৬ ওভারে ১টি মেডেন-সহ ১৬ রান খরচ করে নেন ১টি উইকেট।

এর আগে, ১৫২.২ ওভার ব্যাট করে পাঁচ উইকেটে ৪২১ রান তুলে ভারত প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছিল। ২৭১ রানের লিড নিয়ে। যশস্বী জয়সওয়াল ১৭১, রোহিত শর্মা ১০৩, বিরাট কোহলি ৭৬ রান করেন। ৩৭ রানে অপরাজিত ছিলেন জাদেজা। শুভমান গিল ৬ ও অজিঙ্ক রাহানে তিন রান করেন। চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে প্রথম পয়েন্ট ঝুলিতে পুরল ভারত। ম্যান অব দ্য ম্যাচ হলেন যশস্বী জয়সওয়াল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!