পথ নিরাপত্তা ও ট্র্যাফিক আইন শেখাতে স্কুলে হাজির পুলিশ

0 0
Read Time:3 Minute, 34 Second

নিউজ ডেস্ক::খেলতে খেলতে পড়া, আর তা থেকেই শেখা। এবার কুইজের মাধ্যমে ট্র্যাফিক আইন শিখল স্কুল পড়ুয়ারা। স্কুল থেকেই শিক্ষা অর্জন করে ছাত্র ছাত্রীরা। তাই এবার তাঁদের পথ নিরাপত্তা ও ট্রাফিক আইন শেখাতে সোজা স্কুলে হাজির ট্রাফিক পুলিশের আধিকারিকরা।

তবে রোজ একঘেয়ে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল ছেড়ে নতুন কিছু শিখতে বেশ আগ্রহী ছিল স্কুল পড়ুয়ারা। আর তা যদি ট্র্যাফিক আইন নিয়ে শিক্ষা তাহলে তো কথাই নেই। আজ সোমবার চুঁচুড়া ও চন্দননগরের ট্র্যাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ তাঁর টিম নিয়ে হাজির হয়ে যান চুঁচুড়া সুকান্ত নগর অনুকুল চন্দ্র স্কুলে।

সেখানে ছাত্র ছাত্রীদের মধ্যে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। পাশাপাশি এই স্কুলের পড়ুয়া ও শিক্ষকদের পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়। আর তা করেন ওই পুলিশ আধিকারিকরা। শুধু বক্তৃতা শোনায় ছোটোদের অনিহা থাকে, আর তাই একেবারে কুইজের মাধ্যমে মজার ছলে ট্রাফিক আইন বোঝান পুলিশ আধিকারিকরা।

এদিন বোঝানো হয় কি ভাবে পথ চলতে হয়, কোন সিগন্যালের কি ভূমিকা। বিভিন্ন সিম্বল দেখিয়ে কুইজ প্রতিযোগিতা চলে। উত্তর সঠিক হলে হাতেনাতে পড়ুয়াদের দেওয়া হয় পুরষ্কারও। আর তা পেয়ে রীতিমত খুশি পড়ুয়ারা। ট্রাফিক আইনের অনেক কিছু যা জানা ছিল না, আর তা জেনে খুশি পড়ুয়া থেকে শিক্ষকরা।
অনুকুল চন্দ্র স্কুলের প্রধান শিক্ষক হাসমত আলি বলেন, পুলিশের এই উদ্যোগ খুবই ভালো। বিশেষ করে বেহালার ঘটনার পর এই উদ্যোগ খুবই প্রশংসনীয় বলে দাবি হাসমত সাহেবের। তাঁর কথায়, আমাদেরও অনেক কিছু জানা ছিল না। তবে চেষ্টা করব পড়ুয়া থেকে অবিভাবক সকলকে এই বিষয়ে সচেতন করতে।

সম্প্রতি বেহালায় ( Behala accident) মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এমনকি পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ স্কুল কত্রৃপক্ষ থেকে অভিভাবক সবাই। একই ভাবে জিটি রোডের পাশে এই স্কুল হওয়ায় দূর্ঘটনার আশঙ্কা থেকে যায় সব সময়। যদিও পুলিশের তরফে পথ নিরাপত্তা নিয়ে সর্বদা সচেতনতার প্রচার চালানো হচ্ছে।

পাশাপাশি পুলিশের তরফে স্কুলে ছাত্র ছাত্রীদের মধ্যে এই সচেতনতার প্রচারকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। শুধু তাই নয়, পুলিশের এহেন ভূমিকায় নিজেদের তো বটেই, ছাত্ররাও সুরক্ষিত বলেই মনে করছেন অভিভাবকরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!