মঙ্গলেও বাতিল যে সমস্ত ট্রেন

0 0
Read Time:3 Minute, 16 Second

নিউজ ডেস্কঃ নন ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়েছে। আর তা একাধিক স্টেশনে চলছে। জানা যাচ্ছে, আগাসাউদ স্টেশনে বিশেষ ভাবে এই কাজ চলছে। আর এর ফলে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ঘুরিয়ে দেওয়া হয়েছে একাধিক ট্রেন।

এমনকি বেশ কয়েকটি ট্রেনের ( Indian Rail) যাত্রাপথ ছোট করা হয়েছে বলেও জানা গিয়েছে। আর এর ফলে যাত্রী দুর্ভোগ চরমে ওঠার আশঙ্কা। রেল আধিকারিকরা জানাচ্ছেন, উত্তর মধ্য রেলওয়ের বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-বিন রেল সেকশনে মাধ্যমে এই নন ইন্টারলকিংয়ের কাজ চলছে।

আর আর তা চলছে আগাসৌদ স্টেশনে। আর এর ফলে এই সমস্যা। যদিও যুদ্ধকালীন তৎপরতা কাজ শেষ করার চেষ্টা চলছে। আর এই সমস্যার জন্যে রেলের তরফে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

কোন কোন ট্রেনে প্রভাব পড়বে?
বাতিল ট্রেন-
ট্রেন নম্বর ২২১৬৩/২২১৬৪ ভোপাল-খাজুরাহো-ভোপাল মহামনা এক্সপ্রেস আজ ২২ তারিখ থেকে আগামী ২৪ তারিখ পর্যন্ত বাতিল থাকবে। মূল স্টেশন থেকেই এই গাড়িটি বাতিল রাখা হয়েছে।

যে ট্রেনগুলিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে
গাড়ি সংখ্যা ১৮২২৩৮ অমৃতসর-বিলাসপুর ছত্তিসগড় এক্সপ্রেস
২০৮০৮ হযরত নিজামুদ্দিন – বিশাখাপত্তনম এক্সপ্রেস
১৯৪৮৪ বারাউনি-আমেদাবাদ এক্সপ্রেস
বিরঙ্গনা লক্ষ্মিবাই= ঝাসি-ললিতপুর-কদৌরার মধ্যে চলবে
গাড়ি সংখ্যা ১৯১৬৭ অহমেদাবাদ-বারাণসী সাবরমতী এক্সপ্রেস
২২৪০৩ পন্ডিচেরি-নয়া দিল্লি এক্সপ্রেস

২২৫৩৮ লোকমান্য তিলক টার্মিনাস – গোরখপুর কুশিনগর এক্সপ্রেস পশ্চিম মধ্য রেলওয়ে, ভোপাল ডিভিশনে প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে সেন্ট্রাল রেলওয়েতেও বেশ কিছু কাজ হবে। আর সেই কারনে বেশ কয়েকটি ট্রেনে প্রভাব পড়বে বলে জানা গিয়েছে।

অন্যদিকে থার্ড লাইনে ( Indian Rail) কাজ চলছে। ছত্তিসগড়ের উপর দিয়ে যে ট্রেনগুলি যায় সেগুলির উপর প্রভাব পড়েছে। প্রায় ২৪ টি ট্রেন বাতিল ( Train Cancelled) করা হয়েছে। এই কাজ গত ১৯ অগাস্ট থেকে শুরু হয়েছে। আর তা চলবে আগামী ৩০ অগাস্ট পর্যন্ত। এক সঙ্গে এতগুলি ট্রেন বাতিলের খবরে সমস্যায় যাত্রীরা। গোটা দেশজুড়েই রেলে ব্যাপক কাজ চলছে। সিগন্যালিং ব্যবস্থা থেকে একাধিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে বলে খবর।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!