বেঙ্গালুরুতে পৌছেই ‘জয় বিজ্ঞান’ স্লোগান মোদীর

0 0
Read Time:3 Minute, 32 Second

নিউজ ডেস্কঃ ভারতে পা রেখেই ইসরোয় পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ সফর শেষ করে শনিবার সকালে সরাসরি বেঙ্গালুরু পৌঁছে যান নামেন। নামেন হ্যালের বিমানবন্দরে। প্রধানমন্ত্রীর আসার খবরে শনিবার সকাল থেকেই কয়েকশ মানুষ ভিড় জমান বিমানবন্দরের বাইরে।

বিমানবন্দরে (Hal Airport) নেমেই সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় উচ্ছসিত প্রধানমন্ত্রীকে ( PmModi) । শুধু তাই নয়, হ্যালের বিমানবন্দরে মোদীর বক্তব্যেও উঠে আসে উচ্ছ্বাস। জয় বিজ্ঞান-জয় অনুসন্ধানের নামে স্লোগান দিতে থাকেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের বাইরে ছিলাম। কিন্তু নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আর তাই দেশে ফিরেই ইসরোর ( Isor) বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিই। আর এরপরেই ইসরোর উদ্দেশ্যে রওনা দেন নরেন্দ্র মোদীর।

শুধু বিমানবন্দরেই নয়, সকাল থেকে কয়েক হাজার মানুষ বেঙ্গালুরুর রাস্তায় ভিড় জমিয়েছেন। সবার হাতেই জাতীয় পতাকা। কেউ ইসরোর নামে জয় গান দিচ্ছেন তো কেউ আবার বন্দে ভারত। আর তার মধ্যে দিয়েই ইসরোর উদ্দেশ্যে এগোতে থাকে প্রধানমন্ত্রীর কনভয়। একটা সময় গাড়ির বাইরে বেরিয়ে মানুষের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় মোদীকে।
জানা যাচ্ছে, ইসরোর Telemetry Tracking & Command Network Mission Control Complex এ বিজ্ঞানীদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। কথা বলেন ইসরো প্রধান এস সোমনাথের সঙ্গেও। কীভাবে চন্দ্রযান ৩ ( Chandrayaan-3) চাঁদের বুকে নামল এবং কি কি কাজ চাঁদের বুকে বিক্রম করবে সে বিষয়ে স্পষ্ট ধারণা বিজ্ঞানীদের কাছ থেকে নিতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে।

প্রায় ১৪ দিন ধরে কি কি তথ্য ইসরোর হাতে আসবে সে বিষয়েও তথ্য প্রধানমন্ত্রী নিয়েছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে ইসরোর আগামী মিশনের বিষয়েও আলোচনা এস সোমনাথের সঙ্গে হয়েছে বলেই খবর। উল্লেখ্য, চন্দ্রযান ৩ এর সফল অভিযানের পরেই ইসরো বিজ্ঞানীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এমনকি ফোনে কথা বলেন ইসরো প্রধান এস সোমনাথের সঙ্গেও। এমনকি বিদেশের মাটি থেকেই বিজ্ঞানীদের কৃতিত্বকে বারবার স্যালুট জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, দেশে ফিরে ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করার কথা জানিয়েছিলেন। সেই মতো দেশে ফিরেই সকালেই পৌঁছে গেলেন ইসরোর দফতরে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!