রাখি উৎসবের সময় বাতিল ২১টি ট্রেন

0 0
Read Time:4 Minute, 6 Second

নিউজ ডেস্ক::সামনেই রাখি উৎসব ( Raksha Bandhan 2023) । আর এই সময় অনেকেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। আর সেই উৎসবের সময় ট্রেনে বড়সড় প্রভাব । রায়পুর থেকে বিলাসপুর হয়ে কটনির দিকে যাওয়ার একাধিক ট্রেন ( TRain Cancel list Today) বাতিল করা হয়েছে।

দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ে বিলাসপুর বিভাগের ( Indian rail) অধীনে শাহদোল-রূপন্ড রুটে বাধওয়াবারা রেলওয়ে স্টেশনের থার্ড লাইনে ( Third rail) পাওয়ার ব্লক করা হবে। আর সেই কারনে এই লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

শুধু তাই নয়, একাধিক ট্রেনের রুট বদল করা হয়েছে। আগামী ২য়া সেপ্টেম্বর থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত ট্রেনগুলি বাতিল থাকবে বলেই রেলের তরফে জানানো হয়েছে।

ট্রেন নম্বর ০৮৭৪০ বিলাসপুর-শাহদোল মেমু প্যাসেঞ্জার স্পেশাল বিলাসপুর থেকে বাতিল থাকবে
০৮৭৩৯ শাহদোল-বিলাসপুর মেমু প্যাসেঞ্জার স্পেশাল বাতিল থাকবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত।
চিরমিরি-চান্দিয়া রোড প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে রেলের তরফে।
চান্দিয়া রোড এবং চিরিমিরি প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে।
ট্রেন নম্বর ২২৮৩০ শালিমার-ভুজ বিলাসপুর এক্সপ্রেস বাতিল থাকবে। শালিমার থেকে এই ট্রেনটি ছাড়ে।
ভুজ শালিমার বিলাসপুর এক্সপ্রেস বাতিল থাকবে। ট্রেন নম্বর ২২৮২৯।
ট্রেন নম্বর 22909 ভালসাদ-পুরী এক্সপ্রেস বাতিল থাকবে। ৩১ অগাস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেনটি বাতিল থাকবে।
আগামী ৩ তারিখ এবং ১০ তারিখ পুরী-বালসোড এক্সপ্রেস বাতিল থাকবে।
উদয়পুর থেকে ছাড়া উদয়পুর-শালিমার এক্সপ্রেস বাতিল থাকবে। গাড়ির নম্বর ২০৯৭১।
আগামী ৩ সেপ্টেম্বর শালিমার থেকে ছাড়া শালিমার-উদয়পুর এক্সপ্রেস বাতিল থাকবে।
ট্রেন নম্বর ২০৮২৮ সাঁতরাগাছি-জব্বলপুর এক্সপ্রেস বাতিল থাকবে। আগামী ৬ সেপ্টেম্বর ছাড়ার কথা থাকলেও তা সাঁতরাগাছি থেকে ছাড়বে না।
সাত তারিখ জব্বপুর সাতরাগাছি এক্সপ্রেস বাতিল থাকবে।
ট্রেন নম্বর ১৮২৩৩ ইন্দোর-বিলাসপুর নর্মদা এক্সপ্রেস আগামী ১ সেপ্টেম্বর থেকে বাতিল থাকবে। বাতিল থাকবে আগামী ৭ তারিখ পর্যন্ত।

এছাড়াও একাধিক সুপারফার্স্ট, প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে। এমনটাই ভারতীয় রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অন্যদিকে রেলের আধিকারিকরা জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ের বিলাসপুর মণ্ডলের শাহদোল-রূপন্ড সেকশনের বাধোয়াবাড়া রেলস্টেশনের মধ্যে কাজ চলছে।
থার্ড লাইন বিদুতিকরণ এবং নন ইন্টারলোকিংয়ের কাজ চলছে। যা কিনা আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে বলে রেলের তরফে জানানো হয়েছে। আর সেই কারনেই একগুচ্ছ এই ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরপথে চালানো হচ্ছে একাধিক ট্রেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!