ইঙ্গিতপূর্ণ টুইট অভিনেতা অমিতাভ বচ্চনের

0 0
Read Time:3 Minute, 14 Second

নিউজ ডেস্ক::দেশের নাম ইন্ডিয়া থেকে বদলে ভারত করতে চায় মোদী সরকার। সেপ্টেম্বরের বিশেষ সংসদ অধিবেশনেই নাকি বিল পেশ করা হবে। এই নিেয় তোলপাড় জাতীয় রাজনীতি। বিতর্ক যখন চরমে ঠিক তারই মাঝে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বসলেন ভারত মাতা কি জয়।

হঠাৎ বলি অভিনেতার এই টুইট সোশ্যাল মিিডয়ায় রীতিমতো নজর কেড়েেছ নেটিজেনদের। কয়েকদিন আগেই ইন্ডিয়া জোেটর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের বাড়িতে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। তাঁ স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন সমাজবাদী পার্টির সাংসদ। তাহলে কেন এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় করলেন অমিতাভ বচ্চন এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

গতকাল মোদী সরকারের পরিকল্পনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। সংসদের বিশেষ অধিবেশনে এই নাম বদলের প্রস্তাব আনতে চলেছে মোদী সরকার। তার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি-২০ সামিটের আমন্ত্রণ পত্র লিখেছিলেন প্রেসিডেন্ট অব ভারত নাম দিয়ে। তার পরেই শুরু হয়ে যায় হইচই।

বিরোধীরা যদিও তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর জি-২০ সামিটের নৈশভোজের আমন্ত্রণে দ্রৌপদী মুর্মু নিজেকে ভারতের প্রেসিডেন্ট বলে লিখেছেন। প্রেসিডেন্ট অব ইন্ডিয়া না লিখে। সেই নৈশ ভোজের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের।

তার মাঝে দেশের নাম বদলের এই উদ্যোগ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কিন্তু হঠাৎ করে বলি অভিনেতা অমিতাভ বচ্চনের এই পোস্ট আরও জল্পনা বাড়িয়েছে। জয়া বচ্চনকে মোদী বিরোধী বা বিজেপি বিরোধী বলেই জানেন সকলে। তার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচ্চন পরিবারের ঘনিষ্ঠতার মাঝেই হঠাৎ করে বিগ-বির এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। তাহলে কী মোদী সরকারের দেশের নাম বদলের সিদ্ধান্তকে সমর্থন করছেন তিনি এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!