” একটা ছবির জন্য বেঞ্চমার্ক ১০০০ কোটি হওয়া উচিত” – সলমন

0 0
Read Time:2 Minute, 20 Second

নিউজ ডেস্কঃ বলিউডের কারবার দেখে সত্যিই বিস্মিত হতে হয়। বিস্মিত হতে হয় বলিউডের দুই ইনডাস্ট্রি শাহরুখ ও সলমনকে দেখে। দরিদ্র ভারতবাসী কোটি কোটি টাকা হেলায় উড়িয়ে দিচ্ছে এই দুজনের জন্য। তা আবার প্রতিযোগিতা করে। একই বছরে পর পর দুটি ছবি শাহরুখ খানের। ‘পাঠান’ বছরের শুরুতেই আর সেপ্টেম্বরে এসেছে ‘জওয়ান’। ব্যবসায়িক সাফল্যের দিকে এখনও এগিয়ে পাঠান ১০০০ কোটি টাকার ব্যবসা করে এই ছবি। তবে পিছিয়ে নেই ‘জওয়ান’-ও। খুব শীঘ্রই এই ছবিকে ছুঁয়ে ফেলবে ‘জওয়ান’। অর্থাৎ এ যেন শাহরুখ বনাম শাহরুখের লড়াই। তবে এই অঙ্ক যখন কষছেন সিনেমা বিশেষজ্ঞরা সেই সময় ১০০০ কোটিতে বাজি ধরলেন সলমন খান। চলতি বছরের ডিসেম্বর মাসেই আসতে চলেছে তাঁর ‘টাইগার ৩’। ওই একই সময় মুক্তি পাবে শাহরুখের ‘ডাঙ্কি’। এবার মাঠে দুই অভিন্নহৃদয় বন্ধু প্রতিযোগিতার ময়দানে।

সলমন এবার প্রকাশ্যে মুখ খুললেন ভারতের বিভিন্ন প্রান্তের সিনেমার বক্স অফিসের সাফল্য নিয়ে। তিনি সম্প্রতি গিপ্পি গ্রেওয়ালের নতুন পঞ্জাবি ছবি ‘মৌজা হি মৌজা’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে গিয়ে সলমন বলেন,‘‘১০০ কোটি ক্লাব এখন সবার নীচে। এখন পঞ্জাবি, হিন্দি বা অন্যান্য সব ইন্ডাস্ট্রির জন্য বক্স অফিস বেঞ্চমার্ক ৪০০-৫০০ কিংবা ৬০০ কোটির উপর হবে। মারাঠি ছবিগুলিও এখন সহজেই ১০০ কোটি আয় করে নিচ্ছে। ফলে এই সময় দাঁড়িয়ে ১০০ কোটি টাকা আয় করা তেমন ব্যাপার নয়। আমার মনে হয়, একটা ছবির জন্য বেঞ্চমার্ক ১০০০ কোটি হওয়া উচিত।’ এখন দেখার টাইগার ৩ ও ডাঙ্কি কেমন ব্যবসা করে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!