সভ্য দেশে আবার ডাইনি তত্ত্ব – আলিপুর দুয়ারে খুন এক আদিবাসী মহিলা

0 0
Read Time:2 Minute, 18 Second
নিউজ ডেস্কঃ কোনো দেশে যদি মহিলাদের সম্মান দেওয়া না হয়, তাহলে সেই দেশের কোনো উন্নতি নেই। একথা কার্ল মার্কস থেকে বিবেকানন্দ সকলেই বলেছেন। আর এখন একদিকে আমরা সভ্যতার বরাই করি, আর অন্যদিকে ডাইনি অপবাদ দিয়ে মহিলাকে খুন করি। এ এক আজব দেশ ভারতবর্ষ। ডাইনি সন্দেহে নৃশংসভাবে এক আদিবাসী মহিলাকে খুনের অভিযোগ। তাঁর স্বামীকেও পাথর দিয়ে থেঁতলে খুনের চেষ্টা হয় বলে অভিযোগ। বুধবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম থানার খোয়ারডাঙ্গার নারারথলি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম চৈতি ওঁরাও(৫০)। আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্বামী বালিরাম ওঁরাওকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমন চাঞ্চল্যকর খবরে এলাকার সকলেই উদ্বিগ্ন।

সদ্য ভারতে মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাশ হয়েছে, আর তার পরেই এই ঘটনা। সূত্র মাধ্যমে জানা যাচ্ছে, সম্প্রতি ওই এলাকায় চৈতির বাড়ির আশপাশের দুই মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়। একজন ফাঁস লাগিয়ে ও একজন বিষ খেয়ে আত্মহত্যা করে। একজন তরুণী এবং একজন মহিলা আত্মহত্যা করেন। এই ঘটনার পরই গ্রামবাসীদের একাংশের সন্দেহ হয় যে চৈতি ডাইনি। এই সন্দেহ করে বুধবার রাতে চৈতির বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ঘুমের মধ্যেই পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় দু’জনের মুখ। অভিযোগ, যারা এই ঘটনায় অভিযুক্ত, তারা প্রত্যেকেই মৃতের আত্মীয়। নৃশংস এই ঘটনার পর গ্রামে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ এখন পর্যন্ত ২জনকে গ্রেফতার করলেও বাকিরা পলাতক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!