পুজোর আগেই দিঘায় চালু হতে চলেছে প্রমোদতরী

0 0
Read Time:2 Minute, 17 Second

নিউজ ডেস্কঃ দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের পক্ষ থেকে নতুন আপডেট এসেছে যে, সম্ভবত পুজোর আগেই পরিকল্পপিত প্রমোদতরী চালু হচ্ছে। ওরা জানান, সব ঠিক থাকলে রাজ্য পরিবহণ দফতরের তরফে দিঘা চালু করা হতে পারে প্রমোদতরী বা ক্রুজ পরিষেবা। দুর্গাপুজোর আগে ক্রুজ পরিষেবা চালু হলে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হবে বলেই মনে করা হচ্ছে। রাজ্য পরিবহণ দফতরের তরফে আগে সুন্দরবনে এই ধরনের ক্রুজ পরিষেবা চালু করা হয়েছিল। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনে চালু হওয়া প্রমোদতরীর আদলে দিঘার ক্রুজটি তৈরি করা হয়েছে। পর্যটকদের ভ্রমণের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে তুলতে এখন থেকে দিঘার সমুদ্রে ঘুরে বেড়াবে এই ক্রুজ। সূত্রের খবর, পিপিপি মডেলে দিঘার সমুদ্রে চলবে এই ক্রুজ পরিষেবা। ওই ক্রুজে একসঙ্গে ৮০ জন অন্তত ১ ঘন্টা ঘুরে বেড়াতে পারবে সমুদ্রবক্ষে।

পর্যটন দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ওল্ড দিঘার নয়াখালি মন্দির থেকে শুরু হয়ে ২৯ কিলোমিটার জুড়ে চলবে এই যাত্রা। ওল্ড দিঘা থেকে মেরিন ড্রাইভ, শঙ্করপুর, মন্দারমণির পাশাপাশি খাড়ি এলাকাগুলিতে ঘুরবে ‘এমভি নিবেদিতা’ নামের এই প্রমোদতরীতে। পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে। এই জলযানটি পরিচালনার দায়িত্বে থাকবে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। এই বিষয়ে উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক মানস কুমার মণ্ডল টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘সব বিষয়গুলি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। আশা করছি পুজোর আগে পর্যটকদের জন্য প্রমোদতরী পরিষেবা চালু করা সম্ভব হবে।’ এমন খবরে পর্যতকেরা খুবই উৎসাহী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
100 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!