0 0
Read Time:2 Minute, 34 Second

কালীঘাটের কাকুর শারীরিক অবস্থার খোঁজ নিতে SSKM এ ইডির আধিকারিকরা

নিউজ ডেস্কঃ কৃষজন ভদ্র ওরফে কালীঘাটের কাকু প্রায় ২মাস ধরে SSKMএ ভর্তি। বিস্মিত ইডি। নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র কতদিন জেলে থেকেছেন, তা হয়ত হাতে গুনে বলা যাবে। গ্রেফতার হওয়ার পর থেকেই অসুস্থ তিনি। বারবার ভর্তি হয়েছেন হাসপাতালে।

সেই অভিযুক্তের খোঁজ নিতে আচমকাই এসএসকেএম-এ হাজির ইডি। বুধবার সকালে কেন্দ্রীয় সংস্থার একটি টিম পৌঁছে যায় হাসপাতালে। সুজয়কৃষ্ণের স্বাস্থ্যের খোঁজ নিতেই তাঁরা হাসপাতালে গিয়েছেন বলে সূত্রের খবর। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তাঁরা। একটানা প্রায় ২ মাস ধরে সুজয়কৃষ্ণ হাসপাতালে ভর্তি থাকায়, তদন্ত কার্যত আটকে আছে। স্বাভাবিক কারণেই চিন্তিত আধিকারিকরা। তাঁরা বুধবার সকালেই ছুঁটেছেন SSKM এ।

গ্রেফতার হওয়ার কিছুদিন পড়েই তিনি বুকে ব্যথা অনুভব করলে একটি বেসরকারি হসপিটালে তাঁর অপারেশন হয়। তারপর জেলে ফিরলে আবার বুকে ব্যথা অনুভব করলে আবারও নিয়ে যাওয়া হয় SSKM এ। সেই থেকে আর জেলে ফেরেননি সুজয়কৃষ্ণ। তিনি ঠিক কতটা অসুস্থ? এতদিন ধরে কেন তাঁকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হচ্ছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই হাসপাতালে গিয়েছিল ইডি। উল্লেখ্য, নিয়োগ মামলায় গ্রেফতার হওয়ার পর তিনি বারবার অসুস্থ হয়ে পড়ায় ইডি-র তদন্তে অসুবিধা হচ্ছে। সুজয়ের কন্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয়নি এখনও। এদিকে এই দু মাসের মধ্যে তিনি যে সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন সেই ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এ তল্লাশি চালিয়েছে ইডি। আদালতের নির্দেশে ওই তদন্ত তাড়াতাড়ি করার জন্য আবার তৎপর হয়ে উঠেছে ইডি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!