দুর্গাপুজোর অনুমতি-অনুদান নিয়ে সরব অধীর চৌধুরী

0 0
Read Time:4 Minute, 12 Second

নিউজ ডেস্কঃ রাজ্যে কোনও দুর্নীতিই মুখ্যমন্ত্রীর অগোচরে হয়নি। এদিন এমনটাই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধু্রী। পাশাপাশি রাজ্যে দুর্গাপুজোর অনুমতি দেওয়াকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে টালবাহানার অভিযোগও তিনি করেছেন।

অধীর চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দুর্গাপুজো উপলক্ষে ৭০ হাজার টাকা করে দেওয়া হয়েছে পুজো কমিটির হাতে। কিন্তু বিভিন্ন জায়গায় অনেক মানুষের বক্তব্য, ১০০ বছরে প্রাচীন হলেও সে অনুদানের টাকা এ বছর পাওয়া যায়নি। এছাড়াও দুর্গা পুজোর অনুমতির দেওয়াকে কেন্দ্র করে এই সরকারের প্রচণ্ড পরিমাণে টালবাহানা করেছিল বলে অভিযোগ করেছেন রাজ্য কংগ্রেস সভাপতি।

রেশন দুর্নীতিতে মন্ত্রী ঘনিষ্ঠ একজন, সে প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন মন্ত্রী-শান্ত্রি সবাই এগুলো জানে। বাংলার মুখ্যমন্ত্রী নিজেই সবকিছু জানেন। মুখ্যমন্ত্রীর অগোচরে বাংলায় কোনও দুর্নীতি হয়নি বলে দাবি করেছেন অধীর চৌধুরী, সেটা রেশনই হোক আর সেটা ভাষনই হোক। তিনি অভিযোগ করেছেন, ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে, মানুষের খাবার কেড়ে নেয়া হয়েছে। শিশুদের খাবার না দিয়ে বাংলাতে লুট হয়েছে।

দশমীর রাতে কান্দি পুরসভার কাউন্সিলরের বাড়িতে হামলা চালানো হয়। সেই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, সবাইকে তৃণমূলে যোগদান করানোর প্রক্রিয়া হয়ে গেছে। এগুলো হচ্ছে নির্বাচনের প্রক্রিয়া। তৃণমূলের বাইরে যারা আছে সেটা নির্দল হতে পারে, তৃণমূল ছেড়ে বেরিয়ে প্রতিবাদী হলেও, সবাইকে আজ তৃণমূল হতে হবে।
তিনি বলেছেন, এটা পরিকল্পিতভাবে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে এখানকার প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, সেই অনুযায়ী প্রশাসনকে কাজে লাগানো হচ্ছে। ভার দেওয়া হয়েছে ডিআইজিকে। লোকসভা ভোট যত এগিয়ে আসবে, এই ধরনের ঘটনা আরও বাড়বে বলেও মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

অধীর চৌধুরী বলেছেন, বাংলায় আজ এটাই চলে, কামদুনি হয় বিচার হয় না। কারণ সেই দুর্গাদের আজকে দাম নেই। দেবী দুর্গাকে আমরা সবাই শ্রদ্ধা করি, ভক্তি করি, প্রণাম করি। কিন্তু দেবী দুর্গাকে নিয়ে আমরা রাজনীতি করি না। বাংলা দিদি এখন দেবী দুর্গাকে গ্রাস করতে চাইছেন বলে মন্তব্য করেছেন অধীর চৌধুরী।

তিনি বলেন সেই কারণে দুর্গাপুজোকে কেন্দ্র করে এই বাংলায় উৎসবের পাশাপাশি রাজনীতি অব্যাহত আছে। সারা বাংলা জুড়ে বছরের পর বছর ধরে মা-বোনেরা ধর্ষিতা হচ্ছেন, তার বিচার আজকে নেই। দেবী দুর্গার কার্নিভাল করে বাংলাকে দেখানো হবে, তিনি কত কিছু করতে পারেন। এইসব নাটক ছাড়া আর কিছুই নয়। দুর্গাপুজোর ভাসান হবে, কিন্তু পরিকল্পিতভাবে দুর্গাপুজোকে রাজনৈতিক পণ্য হিসেবে দেখানোর প্রবণতার বিরোধিতা করা উচিত বলে মন্তব্য করেছেন অধীর চৌধুরী ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!