এবার ত্রাণের সরকারি ত্রিপল বিক্রির অভিযোগ তৃণমূল নেতার জামাইএর বিরুদ্ধে

0 0
Read Time:2 Minute, 58 Second

নিউজ ডেস্কঃ এটা অবশ্য নতুন নয়! বাংলায় সম্প্রতিককালে যতবার বন্যা হয়েছে ও বন্যাত্রাণে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে, তার একটা অংশ খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে আগেও। এবারও তেমনি একটি ছবি ভাইরাল হয়েছে। ঘটনাটি মালদার। একদিকে যখন গরিবের রেশনের চাল, আটা খোলা বাজারে বিক্রির অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য। সেখানে নতুন অভিযোগ উঠল মালদহের মানিকচকে। খোলাবাজারে ত্রাণের প্লাস্টিকের ত্রিপল বিক্রির অভিযোগ উঠেছে সেখানে। বন্যা ও ভাঙন বিধ্বস্ত এলাকার জন্য যে সরকার যে ত্রিপল দেয়, সেই ত্রিপলই হাটে বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। সবথেকে মারাত্মক অভিযোগ, তৃণমূলের স্থানীয় নেতা তথা পঞ্চায়েত উপ-প্রধানের জামাইয়ের নাম জড়িয়েছে এই ঘটনায়। যদিও তিনি সবটাই অস্বীকার করেছেন।

ক্যামেরায় দেখা যাচ্ছে, বিশ্ববাংলার লোগো লাগানো ত্রিপল। আর তা খোলা হাটে বিক্রি করা হচ্ছে। তাও আবার জোড়া ত্রিপল ৭০০ টাকা দাম। মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রামপঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান নাসির শেখ। তাঁরই জামাই রেফাল শেখ সাইকেলে করে এই ত্রিপল নিয়ে ভূতনির উত্তর চণ্ডীপুর অঞ্চলের চম্পানগর হাটে বিক্রি করছেন বলে অভিযোগ। ৭০০-৮০০ টাকায় তা বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। ক্যামেরা তো মিথ্যে কথা বলে না। তাই পঞ্চায়েত প্রধান সরাসরো অস্বীকার করতে পাফেন নি।

তিনি কিছুটা নীরবতা পালন করেন প্রথমে। স্থানীয় বাসিন্দা শাজাহান শেখ জানান, তাঁরা হাটে গিয়ে দেখেন রাজ্য সরকারের সিলমোহর দেওয়া সরকারি ত্রাণের ত্রিপল খোলা হাটে বিক্রি করা হচ্ছে। এই ত্রিপল কোথা থেকে এলো, সে প্রশ্ন করলেও সদুত্তর মেলেনি। উপপ্রধান নাসির শেখ অবশ্য বলেন, তিনি নিজেও সেই ভিডিয়োটি দেখেছেন। কীভাবে তাঁর আত্মীয়ের কাছে এই ত্রিপল এলো, আদৌ বিক্রি করছেন কি না সেসব তিনি জানেন না। তবে মানুষ জেনে গেছেন যে কি করে ওই সরকারি ত্রিপল হাটে গেলো।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!