কোহলির জন্মদিনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে বিরাট পরিকল্পনা

0 0
Read Time:3 Minute, 9 Second

নিউজ ডেস্কঃ বিশ্বকাপে কাল ইডেনে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ। এরপর ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। চলতি বিশ্বকাপে যা পরিস্থিতি তাতে ভারতের সেমিফাইনালটিও ইডেনে হওয়ার প্রশ্ন নেই।

আজকের ম্যাচ ও কালীপুজোর আগের দিন যে খেলাটি হবে সেগুলি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া দলগুলির। এ ছাড়া সেমিফাইনালেও ভারতের ম্যাচ নেই ইডেনে। ফলে যাবতীয় ফোকাস ৫ নভেম্বরের ম্যাচকে কেন্দ্র করেই।

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি যে জমজমাট হবে তা বলাই বাহুল্য। এই ম্যাচটির উপর অনেকটাই নির্ভর করবে ভারত পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই সেমিফাইনালে যাবে কিনা। তবে ৫ নভেম্বর একটি বিশেষ দিনও বটে। বিরাট কোহলির জন্মদিন। সে কারণে বিরাট কোহলির জন্মদিন দারুণভাবে সেলিব্রেট করার পরিকল্পনা সিএবির।

সিএবি চাইছে, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে বিরাট কোহলির জন্মদিনের কেক কাটার বন্দোবস্ত করতে। তবে সবটাই নির্ভর করছে আইসিসির অনুমোদনের উপর। বিরাট কোহলির জন্মদিনের যে কেকটি আনা হচ্ছে তাতেও চমক থাকবে বলে সিএবি সূত্রে খবর। তবে মাঠের সব দর্শককে কেক খাওয়ানোর পরিকল্পনায় সায় দেয়নি আইসিসি।

এখানেই শেষ নয়। গোটা মাঠে সকলে যাতে বিরাট কোহলির ছবি দিয়ে তৈরি করা মুখোশ পরেন সেজন্য ৭০ হাজার মুখোশের অর্ডার দেওয়া হয়েছে। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ইডেন ভরলে সারা মাঠে ৬৫ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকবেন। সবাই একসঙ্গে বিরাটের মুখোশ পরে জন্মদিন সেলিব্রেশনে অংশ নিলে তাও হবে নজিরবিহীন ঘটনা।

বিশ্বকাপে বিভিন্ন স্টেডিয়ামে জলপানের বিরতিতে লেজার শোর ব্যবস্থা করা হচ্ছে। ইডেনেও তার ব্যতিক্রম হবে না। থাকবে আতসবাজির প্রদর্শনীও। সেই সঙ্গে দুই ইনিংসের বিরতিতে শিল্পা রাওয়ের সংগীতানুষ্ঠানের বন্দোবস্তও থাকছে। সবমিলিয়ে বিরাট-দিনে জমজমাট পরিকল্পনা রয়েছে সিএবির। শারীরিক কারণে অমিতাভ বচ্চন আসতে পারছেন না। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিএবির আমন্ত্রণ গ্রহণ করে ইডেনে হাজির থাকতে পারেন বলে জানা যাচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!