“কাম কিয়া দিল সে, কংগ্রেস ফির সে।’‌’ এটাই রাজস্থানের ভোটে এবার কংগ্রেসের প্রধান শ্লোগান

0 0
Read Time:2 Minute, 17 Second

নিউজ ডেস্কঃ কংগ্রেস কি আবার কংগ্রেসের হাতে থাকছে? নাকি ছিনিয়ে নেবে বিজেপি? সেই উত্তরের জন্য আরো কিছু দিন অপেক্ষা করতে হবে। পাঁচ বছর অন্তর যে রাজ্যের পালা বদল হয়, সেই রাজ্যে ফের ক্ষমতায় ফিরতে মরিয়া কংগ্রেস। মরু রাজ্যের বিধানসভা ভোটের ইতিহাস বলছে, তিন দশকের বেশি সময় ধরে ‘‌রিওয়াজ’ হয়ে গেছে পাঁচ বছর অন্তর রাজ্যের পালা বদলের। এবার সেই রিওয়াজ বদলের ডাক দিয়েছে হাত শিবির। মরুরাজ্যে ক্ষমতায় ফিরতে কোনও ত্রুটি রাখছেন না মুখ্যমন্ত্রী অশোক গেহলট। নির্বাচন ঘোষণার আগে একাধিক জনমোহিনী প্রকল্পের সূচনা করেছিলেন। নির্বাচন ঘোষণার পরেও একের পর এক প্রতিশ্রুতি দিয়ে চলেছেন তিনি। রাজস্থানে তখত দখলে রাখতে ৭ গ্যারান্টির ঘোষণা করেছে কংগ্রেস।

কংগ্রেসের পক্ষ থেকে একটা ভারী ট্যাগ লাইন ব্যবহার করা হয়েছে। দলের প্রতিশ্রুতি ফের ক্ষমতায় ফিরলেই গ্যারান্টি বাস্তবায়ন করবে কংগ্রেস। দলের দাবি, গেহলট সরকার রাজ্যে যে উন্নয়নমূলক কাজ করেছেন, তাতে এবার দীর্ঘদিনের পরম্পরার বদল হবেই। রাজ্যের স্বাস্থ্য প্রকল্প চিরঞ্জীবী যোজনার বীমার অঙ্ক বৃদ্ধি থেকে ‘ইন্দিরা গান্ধী স্মার্টফোন যোজনার’ মাধ্যমে মহিলাদের বিনামূল্যে মোবাইল বিলি করছে কংগ্রেস সরকার। যার ভাল প্রভাব পড়ছে মরুরাজ্যের প্রত্যন্ত এলাকায়। দলের নেতারা দাবি করছেন, রাজস্থানের কংগ্রেস সরকার উন্নয়নে ভর করে ভোটে জিতবে।
এবার অপেক্ষা জনগনেশের রায়ের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!