আজ থেকে শুরু হবে ম্যানুয়াল ড্রিলিং

0 0
Read Time:2 Minute, 50 Second

নিউজ ডেস্কঃ রাতভর অধীর অপেক্ষায় প্রহরগুণেছেন সকলে। সূর্যের আলো ফুটতেই ফের তোরজোর শুরু হয়ে গিয়েছে সেখানে। আজ থেকে উত্তরকাশীতে শুরু হবে ম্যানুয়াল ড্রিলিং। হায়দরাবাদ থেকে গতকালই নিয়ে আসা হয়েছে ম্যানুয়াল ড্রিলিংয়ের টিম।গত ২ দিন ধরে বন্ধ হয়ে গিয়েছে ড্রিলিং মেশিন। সেটি ৮০০ মিলিমিটার পাইপের মধ্যে ঢুকে ভেঙে গিেয়ছে। সেটা বের না করা পর্যন্ত আর ড্রিলিং করা যাচ্ছে না। তাই আজ সবার আগে সেই আগার মেশিনের ভাঙা অংশটি বের করে আনা হবে। তারপরে শুরু হবে ম্যানুয়াল ড্রিলিং।

গতকাল রাত থেকেই সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। প্রতিমুহূর্তে তিনি পরিস্থিতির দিকে খোঁজ নিচ্ছেন। তাঁকে বেশ কয়েকবার ফোন করেছেন প্রধানমন্ত্রী মোদীও। তিনি জানতে চেয়েছেন কতদূর কাজ হল। আর কত সময় লাগবে শ্রমিকদের বের করে আনতে।

এদিকে আজ ১৪ দিনে পড়ল শ্রমিকদের টানেলের মধ্যে আটকে থাকা। গত ১২ নভেম্বর দীপাবলির দিন তাঁরা টানেলের মধ্যে আটকে পড়েছিলেন। তখন থেকে তাঁদের উদ্ধারের প্রচেষ্টা চলছিল। ১০ দিন পর তাঁদের কাছে পৌঁছনো গিয়েছিল গরম খাবার। এবং তাঁদের সঙ্গে ওয়াকিটকির মাধ্যমে কথা বলা হয়েছিল।

প্রথমে দাবি করা হয়েছিল গত পরশু রাতের মধ্যেই তাঁদের বের করা যাবে। কিন্তু আগার মেশিন হঠাৎ করে কাজ বন্ধ করে দেওয়ায় সমস্যা দেখা দেয়। তার পরে জানা যায় যে ড্রিলিং মেশিনটাই ভেঙে আটকে রয়েছে পাইপের ভেতরে। এবং সেটা সারাই করা আর সম্ভব নয়।

ম্যানুয়াল ড্রিলিং শুরু হলে সেটাতে অনেক সময় লেগে যাবে। কারণ এখনও ১২-১৪ ফুট পর্যন্ত খনন করতে তবে টানেলে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনো যাবে। আর যদি নতুন করে ড্রিলিং শুরু করতে হয় অন্য জায়গা দিয়ে তাহলে আরও বেশি সময় লাগবে। ততদিন টানেলের ভিতরে কীভাবে আটকে থাকবেন শ্রমিকরা কতটা তাঁদের মধ্যে প্রাণশক্তি থাকবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!