চতুর্থ দফা ভোটের আগেই অসন্তোষ শহর কলকাতায়

0 0
Read Time:2 Minute, 40 Second

নিউজ ডেস্ক: আগামীকাল রাজ্যে অনুষ্ঠিত হবে চতুর্থ দফা বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগেই উত্তেজিত হয়ে উঠল শহর কলকাতা। তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র চেতলা মোড়। দফায় দফায় দু-দলের পথ অবরোধ, অবরুদ্ধ গোটা এলাকা। সঙ্গে দুই শিবিরেরই একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে। গেরুয়া শিবিরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ফ্লেক্স ছেঁড়া নিয়ে বিক্ষোভ দেখানোর পর চেতলা থানায় অভিযোগ জানানোর জন্য যাচ্ছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। তখনই তৃণমূলের অপর একটি দল তাদের মুখোমুখি এসে পড়ে। স্লোগান, দোষারোপের পর্ব দ্রুত রূপ নেয় সংঘর্ষে। তৃণমূল-বিজেপি দুই শিবিরই জড়িয়ে পড়ে সংঘর্ষে, একে অপরের দিকে ইটবৃষ্টি করে দুপক্ষই। চেতলা মোড়ে সেই সময় দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়।

এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, পিস্তল, বন্দুক, লাঠি নিয়ে এসে থ্রেট করে তৃণমূলের গুণ্ডারা। প্রায় ২৫০ জন ছেলে মিলে হামলা চালায়। মহিলাদের ধর্ষণের হুমকিও দেয়। কিছুদিন আগে গোপালপুরেও একইরকম ঘটনা ঘটেছিল। আজ মহিলারা রুখে না দাঁড়ালে ভয়ঙ্কর কিছু হতে পারত। এদের দোষটা কী, শুধু বিজেপিকে সমর্থনই কী রোষের কারণ। অন্যদিকে পাল্টা আক্রমণ কংগ্রেস প্রার্থী তাপস রায় জানিয়েছেন, অভিযোগ, নালিশের পার্টি হয়ে গিয়েছি বিজেপি। আসলে ওরা লাগাতার প্ররোচনা দিয়ে চলেছে। শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। বাইরের রাজ্যের লোকজন ঢুকিয়ে রাজ্যে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে ওরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!