৬৯০০০ শিক্ষক তাহলে নিয়োগ হচ্ছে তো?

0 0
Read Time:2 Minute, 25 Second

নিজস্ব প্রতিবেদক রাজ:-
উত্তরপ্রদেশে শিক্ষক নিয়োগে সংরক্ষণ নিয়ে ক্রমাগত অসন্তোষ বাড়ছে। সম্প্রতি রাজধানী লখনউতে প্রাথমিক শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও করেছেন প্রার্থীরা। প্রার্থীরা গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। তারা গেটের কাছে পৌঁছালে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। পরে সেখান থেকে তাদের টেনে সরিয়ে দেওয়া হয়।

এই প্রক্রিয়ায় পুলিশকেও শক্তি প্রয়োগ করতে হয়েছে।

গত শুক্রবার, চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষামন্ত্রী সন্দীপ সিংয়ের বাসভবনে বিক্ষোভ করার চেষ্টা করা হয়েছিল। নিয়োগের দাবিতে প্রার্থীদের সরিয়ে দেওয়ার সময় পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। ধাক্কাধাক্কিতে অজ্ঞান হয়ে পড়েন গর্ভবতী প্রার্থী রমা যাদব। একজন মহিলা প্রার্থীর জামাকাপড় ছিঁড়ে গেছে। আন্দোলনরত প্রার্থীদের জোর করে বাসে বসিয়ে ইকো গার্ডেনে পাঠিয়ে দেয় পুলিশ।

69000 সহকারী শিক্ষক নিয়োগ সংক্রান্ত 19 হাজার আসনের জন্য নির্বাচনের ক্ষেত্রে সংরক্ষণের নিয়ম লঙ্ঘনের অভিযোগ সামনে এসেছে। এই ইস্যুতে একক বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা বিশেষ আপিল 4 ডিসেম্বর থেকে এলাহাবাদ হাইয়ের লখনউ বেঞ্চে প্রতিদিন শুনানি হবে।

এই বিষয়ে সোমবার বিচারপতি বিবেক চৌধুরী ও বিচারপতি মনীশ কুমারের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। এক পক্ষের আইনজীবী অমিত সিং ভাদৌরিয়া জানিয়েছেন যে আদালত উভয় পক্ষের আইনজীবীদের যৌথ আবেদনের ভিত্তিতে প্রতিদিন শুনানির নির্দেশ দিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!