খেলার খবর

0 0
Read Time:2 Minute, 13 Second

নিউজ ডেস্কঃ ২০২৪ T20 বিশ্বকপে অনিশ্চিত হয়ে পড়লো জিম্বাবোয়ে

অঘটন এখনও ঘটে। যেমন ঘটলো ২০২৪ বিশ্বকপে যোগ্যতা অর্জনের খেলায় উগান্ডার কাছে পরাজিত হলো জিম্বাবোয়ে। ২০২৪ সালেই অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের আসর। সেই উপলক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে আফ্রিকান জোনের কোয়ালিফায়ার। সেখানে একমাত্র টেস্ট খেলিয়ে দেশ হিসেবে খেলছে জিম্বাবোয়ে।


জিম্বাবোয়েকে হারিয়ে দিয়ে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছে উগান্ডা। ফলে এই মুহূর্তে ক্রমতালিকায় তিন নম্বরে উঠে এসেছে উগান্ডা। এক নম্বরে রয়েছে আয়োজক নামিবিয়া এবং দুইয়ে রয়েছে কেনিয়া। জিম্বাবোয়ে দল এই মুহূর্তে চার নম্বরে রয়েছে। অন্যান্য ম্যাচের ফলাফল জিম্বাবোয়ের পক্ষে না গেলে তাদের পক্ষে টি-২০ বিশ্বকাপের মূলপর্বে যাওয়া প্রায় অসম্ভব।

আফগানিস্তানের পরে উগান্ডা কি ক্রিকেটের মানচিত্রে উঠেছে আসছে? – প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। প্রসঙ্গত প্রথমবার কোনো টেস্ট খেলিয়ে দলের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিল উগান্ডা ।আর প্রথম ম্যাচটাকেই স্মরণীয় করে রাখল উগান্ডা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে জিম্বাবোয়েকে হারিয়ে ইতিহাস গড়ল তারা। নামিবিয়ার উইন্ডহকয়ে রবিবার উগান্ডা জয় পেয়েছে ৫ উইকেটে। ১৩৭ রানের লক্ষ্য তাড়া করে তারা ৫ বল বাকি থাকতে পেরিয়ে যায় টি-২০ র‍্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে থাকা উগান্ডা। এখন দেখার পরবর্তী খেলাতে জিম্বাবোয়ে কেমন পারফর্ম করে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!