শুক্রবার ইজরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হেরজোগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন নরেন্দ্র মোদী

0 0
Read Time:2 Minute, 26 Second

নিউজ ডেস্কঃ- বর্তমান বিশ্বের অন্যতম জ্বলন্ত সমস্যা হামাস ইসরাইল যুদ্ধ। নানা কারণে সারা বিশ্ব যুক্ত হয়ে পড়েছে এই যুদ্ধের সঙ্গে। তবে সকলেই চায় দ্রুত বন্ধ হোক যুদ্ধ। সেই পরিস্থিতিতেই বাড়তের প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে বৈঠক করলেন ইসরাইলের রাষ্ট্রপতির সঙ্গে। সেখানেই তিনি সেই পরামর্শ দেন যে দ্রুত ও দীর্ঘমেয়াদি সমাধানসূত্র বের করতে হবে। ইজরায়েল ও প্যালেস্তাইনের সমস্যা মেটানোর পথ দেখালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, একমাত্র আলোচনার মাধ্যমেই মিটবে এই সমস্যা।

শুক্রবার দুবাইয়ে রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনের মধ্যেই ইজরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হেরজোগের সঙ্গে বৈঠকে এমনই পরামর্শ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, দ্রুত সেই সমাধানসূত্র বের করতে হবে। আর সেটা দীর্ঘমেয়াদি হতে হবে বলে জানিয়েছেন মোদী। গত ৭ অক্টোবর ইজরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর এই প্রথমবার ভারত এবং ইজরায়েলের শীর্ষ নেতৃত্বের মুখোমুখি সাক্ষাৎ হল। হামাসের চালানোর সেই হামলার পালটা জবাব দিয়েছে ইজরায়েলও। এখনও দু’পক্ষের সংঘাত চলছে। আর সেই সংঘাত নিয়ে ভারত প্রথম থেকেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। হামাসের সন্ত্রাসবাদী হামলার যেমন নিন্দা করেছে, তেমনই যুদ্ধের ফলে সাধারণ মানুষদের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইজরায়েল ও হামাসের সংঘাত নিয়ে তাঁদের আলোচনা ফলপ্রসু হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!