“বাইরের পরাজয়ের রাগ সংসদে দেখাবেন না”: মোদী

0 0
Read Time:3 Minute, 33 Second

নিউজ ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে তিন রাজ্যে বড় জয় বিজেপির! কার্যত মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। আর এহেন ফলাফল সামনে আসার পরেই রাজনৈতিকমহলের ব্যাখ্যা, ‘একলা চলো’র মাশুল দিল কংগ্রেস। এমনকি কংগ্রেসের ব্যবহারে প্রশ্ন তুলছেন বিরোধী জোটের বহু নেতাই।

ফলে প্রশ্নের মুখে ইন্ডিয়া জোটও। যদিও এই অবস্থায় সমস্ত দলগুলিকে নিয়ে বৈঠকের কথা বলেছেন মল্লিকার্জুন খাড়গে।আজ সোমবার থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। এদিন মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটি সংসদে রিপোর্ট জমা দেবে। যা নিয়ে উত্তাল হতে পারে শীতকালীন অধিবেশন (Winter Session of Parliament)।

শুধু তাই নয়, একাধিক ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে সরব হতে পারে। ফলে দিল্লির ঠান্ডায় উত্তপ্ত হতে পারে সংসদ (Winter Session of Parliament)। যদিও সরকার সমস্ত ইস্যুতে আলোচনা করতে রাজি। অর্জুন রাম মেঘওয়াল (MoS Parliamentary Affairs) জানিয়েছেন, বিরোধীরা যদি কোনও বিষয়ে আলোচনা করতে চায় তাহলে নোটিশ আনতে পারে। সরকার সমস্ত বিষয়ে আলোচনা করতে প্রস্তুত।

অন্যদিকে সংসদে রণকৌশল ঠিক করতে এদিনই বৈঠকে বসবেন বিরোধীরা। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে জানিয়েছেন, সমস্ত দলগুলিকে নিয়ে বৈঠকে ডাক দেওয়া হয়েছে। সবাই মিলে বসে একযোগে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। তবে এই সর্বদল বৈঠকে কারা কারা যোগ দেবেন তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। জানা গিয়েছে, শীতকালীন অধিবেশনে একাধিক বিল পাশ করতে পারে মোদী সরকার।

বলে রাখা প্রয়োজন, রবিবার মধ্যপ্রদেশ এবং রাজস্থানে বড় জয় পেয়েছে বিজেপি। এমনকি খেলা ঘুরিয়ে ছত্তিসগড়েও বিজেপি বড় জয় পেয়েছে। ধারেকাছে নেই কংগ্রেস। শুধু মাত্র তেলেঙ্গানায় কংগ্রেস একমাত্র জয় পেয়েছে। আর এরপরেই এদিন শীতকালীন অধিবেশন শুরু। যদি প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, বাইরের হারের প্রভাব সংসদে ফেলবেন না।

উল্লেখ্য বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। হাতে আর মাত্র কয়েকটা মাস আছে। এই অবস্থায় এবারের শীতকালীন অধিবেশন খুবই গুরুত্বূর্ণ হতে চলেছে। একাধিক গুরুত্বপূর্ণ বিল মোদী সরকার পাশ করতে পারে। আর সেই সমস্ত বিল পেশের আগেই বিরোধীদের বার্তা প্রধানমন্ত্রীর।

অন্যদিকে বিরোধী দলনেতা মল্লিকারজুন খাড়গের নেতৃত্বেও বিরোধীদের বৈঠক চলছে। যেখানে তৃণমূল সহ একাধিক দলের সাংসদরা উপস্থিত আছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!