রাজ্যকে ৫ হাজার কোটি টাকা দিচ্ছে কেন্দ্র

0 0
Read Time:2 Minute, 40 Second

নিউজ ডেস্ক::ফের কেন্দ্রের টাকা এল রাজ্যে। বড়দিনের আগে কার্যত সুখবর দিল কেন্দ্র। ট্যাক্স বাবদ পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হচ্ছে ৫ হাজার ৪৮৮ কোটি ৮৮ লক্ষ টাকা। মোট ৭২ হাজার ৯৬১ কোটি টাকা দেওয়া হবে একাধিক রাজ্যের সরকারকে।

সবথেকে বেশি টাকা পাচ্ছে উত্তর প্রদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে বিহার ও তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ (West Bengal)। মূলত পরিকাঠামোগত উন্নয়নের জন্যই দেওয়া হয় এই টাকা। ট্যাক্স ডেভোলিউশন বা কর বাবদ আয় থেকে উন্নয়নের খাতে রাজ্যগুলিকে এই টাকা দেয় কেন্দ্র।

২০২৪ সালের ১০ জানুয়ারি এই টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু ডিসেম্বরেই দিয়ে দেওয়া হচ্ছে সেই টাকা। ফলে উৎসবের মরশুমে যেন উপহার এল রাজ্যে (West Bengal Government)।

এই কর বাবদ পাওনা টাকায় উত্তর প্রদেশ সরকার পাচ্ছে ১৩ হাজার ৮৮ কোটি ৫১ লক্ষ টাকা। দ্বিতীয় স্থানে থাকা বিহার পাচ্ছে মোট ৭৩৩৮ কোটি ৪৪ লক্ষ টাকা। তৃতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গে ৫ হাজার ৪৮৮ কোটি ৮৮ লক্ষ টাকা পাবে। প্রতি অর্থবর্ষেই কেন্দ্রীয় সরকার কর বাবদ করা আয় থেকে ৪১ শতাংশ দেওয়া হয় রাজ্যগুলিকে।
১৪টি কিস্তিতে এই টাকা দেওয়া হয়। ২০২৩-২৪ সালের বাজেট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে দেবে মোট ১০ কোটি ২১ লক্ষ টাকা। উল্লেখ্য, কেন্দ্রীয় বঞ্চনার দাবি তুলে বারবার সরব হচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি বকেয়া টাকা চাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ।

মোদী সব কথা মন দিয়ে শুনেছেন বলে দাবি করেছেন মমতা। মূলত ১০০ দিনের কাজের টাকা নিয়েই দাবি জানাচ্ছে তৃণমূল। এর আগে এই ইস্যুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধরনাও দিয়েছিল তৃণমূল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!