রাজ্য বিজেপির দেড় হাজার সাইবার যোদ্ধা – শুভেচ্ছা অমিত শাহর

0 0
Read Time:2 Minute, 44 Second

নিউজ ডেস্ক::সময়ের পরিবর্তনর সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে নির্বাচনী প্রচারের কৌশাল। এখন আর আগেকার দিনের বামপন্থীদের মতো ভুসো কালি দিয়ে দেওয়াল লেখা নয়। একদম ‘ডিজিটাল ইন্ডিয়া’র সমস্ত সুযোগ নেওয়া। একসময় ভোট মানেই ছিল দেওয়াল লিখন। এখন সেই দেওয়াল বদলে গিয়েছে ‘ফেসবুক ওয়ালে’। বিক্ষোভে-বিপ্লবে সোশ্যাল মিডিয়ার ভূমিকা যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা কারও অজানা নয়। রাজনৈতিক দলগুলিও তাই প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় আরও বেশি মানুষের সমর্থন পেতে মরিয়া। লোকসভা নির্বাচনের আগে শাহের রণকৌশলেও গুরুত্ব পেল সেই সোশ্যাল মাধ্যম।

দুদিনের সফরে কোলকাতায় এসে যে পি নাড্ডা ও অমিত শাহ সেই বর্তাই দিয়ে গেলেন। যাঁরা স্বেচ্ছায় বিজেপির সমর্থন বাড়াতে কাজ করেন, সেই ‘সাইবার যোদ্ধা’দের উৎসাহ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মঙ্গলবার রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করে তিনি বেরিয়ে গেলে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, সাইবার যোদ্ধাদের উৎসাহ দিয়ে গিয়েছেন দুই নেতা। তিনি জানিয়েছেন, এই সাইবার যোদ্ধাদের জন্যই বিজেপি ২০১৯ সালে ভাল ফল করেছিল, ২০২১ সালে ৩ থেকে ৭৭ (বিধায়ক সংখ্যা) হওয়ার ক্ষেত্রেও তাঁদের ভূমিকা যথেষ্ট। এই অবস্থায় বিজেপি মনে করছে, ভোটের আগে সোশ্যাল মিডিয়ার ওপর জোর দেওয়া প্রয়োজন। কেন্দ্রের জনমুখী প্রকল্পগুলি আরও বেশি করে বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। রাজ্যে বিভিন্ন দুর্নীতির অভিযোগে একাধিক মন্ত্রী জেলবন্দি রয়েছেন, সেই সব দুর্নীতি নিয়ে আরও সরব হতে হবে। সোশ্যাল মিডিয়াকে আরও বেশি করে ব্যবহার করে শাসক দল তৃণমূলকে কোণঠাসা করার মন্ত্রই দেওয়া হয়েছে তাঁদের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!