২০২৩-এ বক্স অফিসে রেকর্ড গড়লেন শাহরুখ

0 0
Read Time:3 Minute, 27 Second

নিউজ ডেস্ক::সত্যিই তিনি বলিউড বাদশহ। আবারও প্রমাণ করে দেখালেন কিং খান। বক্স অফিসে এক কথায় রেকর্ড গড়েছেন তিনি। ২০২৩ সালকে শাহরুখ খানের বছর বললে ভুল হবে না। কারণ একসঙ্গে তিন তিনটি ছবি মুক্তি পেয়েছে এই বছরেই।

শুধু যে মুক্তি পেয়েছে তিনটি ছবি তা নয়। বক্স অফিসে তিনটি ছবিই রেকর্ড কালেকশন করেছে। পাঠান, জওয়ান এবং ডাঙ্কি। শাহরুখ খানের এই তিনটি ছবি একযোগে ২৫০০ কোটি টাকা সংগ্রহ করেছে বক্স অফিসে। এক কথায় রেকর্ড কালেকশন করেছে ছবিটি। এক বছরে পর পর তিনটি ছবি। তার উপরে আবার তিনটি ছবির বক্স অফিস কালেকশনই রেকর্ড গড়েছে।

চারবছর বড় পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে। তার আগে একাধিক সিনেমা মুখ থুবরে পড়েছিল কিং খানের। সকলেই প্রশ্ন তুলেছিলেন কিং খানের জনপ্রিয়তা নিয়ে। কিন্তু সব কুৎসা অনিশ্চয়তাকে এক কথায় হেলায় হারিয়ে দিয়ে কামব্যাক করলেন তিনি। পাঠান সিনেমা দিয়েই বুজিয়ে দিলেন নিন্দুকদের যে এভাবেও ফিরে আসা যায়।

ইন্টালিজেন্স এজেন্টের রূপে শাহরুখকে দেখে এক প্রকার চমকে গিয়েছিলে সকলে। তার উপরে সিক্স প্যাক অ্যাব আর মাচো লুক দিয়ে বলিউডের তাবর ইয়াং জেনারেশনকে ইনসিকিওরিটিতে ফেেল দিয়েছিলেন তিনি। তার সঙ্গে দীপিকা পাড়ুকোনের যুগলবন্দি। এক কথায় সিলভার স্ক্রিনে আগুন ঝরিয়েছেন তিনি।
প্রথম দিনেই বক্স অফিসে ৭৫ কোটি টাকা কালেক্ট করেছিল পাঠান। আবার নিজের ছবিকেই নিেজ চ্যালেঞ্জ জানিয়ে এনেছিলেন জওয়ান। পাঠানের মুক্তির কয়েক মাসের মধ্যেই মুক্তিপায় জওয়ান। সেটাতে যাকে বলে বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছিলেন শাহরুখ খান। তার মাস খানেক েযতে না যেতেই রাজকুমার হিরানীর পরিচালনায় ডাঙ্কি মুক্তি পায়। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই বক্স অফিসে ভালোই কালেকশন করেছে শাহরুখ খানের চলতি বছরের শেষ সিনেমা ডাঙ্কি।

প্রভাসের সালার বক্স অফিসে ধমাকা দিলেও সেটা বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র কয়েকদিনের মধ্যেই বক্স অফিস কালেকশন পড়তে শুরু করে প্রভাসের সিনেমার। কিন্তু ডাঙ্কি তার বক্স অফিস কালেকশনের ধারা বজায় রেখেছিল। বছর শেষে শাহরুখ খানের তিনটি ছবি একসঙ্গে ২৫০০ কোটি টাকার ব্যবসা দিয়েছে বক্স অফিসে। যেটা এককথায় বলিউডে ইতিহাস গড়ে দিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!