JITO লেডিস প্রিমিয়ার লীগ ২০২৪

0 0
Read Time:3 Minute, 57 Second

নিউজ ডেস্ক::আগামী ৪ ও ৫ জানুয়ারি কোলকাতার রাজারহাটে NKDA স্টেডিমে হতে চলেছে Jito (জৈন ইন্টারণেশনাল ট্রেড অর্গানাইসেশন ) এর মহিলা শাখা আয়োজিত গ্রান্ড ফিনালে। মূলত শক্তি, চেতনা ও ঐক্যর উদযাপন এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। Jito মহিলা শাখা মনে করে জৈন মহিলাদের আদম্য দক্ষতা প্রকাশের এক বড়ো প্লাটফর্ম এই খেলা। তাই আয়োজিত হয় এই মহিলা প্রিমিয়ার লীগ।

এই প্রতিযোগিতা শুধুমাত্র কোনো খেলা নয়, এটি ঐক্যর মেল বন্ধন ঘটায় মানুষের মধ্যে। এখানে ৯ টি জোনের ৯ টি দলের ১০৮ জন খেলোয়াড়ের মধ্যে ঐক্যর বর্তা নিয়ে আসবে। বাড়ি, অফিস, রান্না ঘরের কাজের মধ্যেও নারীরা সমাজের মূল স্রোতে সমান দক্ষ তা প্রমানের একটি সুন্দর জায়গায় এই প্রিমিয়ার লীগ। মাঠের পিচের বাইরেই নারীদের শিক্ষা, নিরাপত্তা, পরিষেবা,মূল্যবোধ ও স্বনির্ভরতা – জীবনের এই ৫টি দিকের বিকাশ ঘটেনোই এই লীগের উদ্দেশ্য। এই লীগের প্রধান লক্ষ্য বিভিন্ন দিক থেকে মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার বিকাশ ঘটানো।

Jitoর মহিলা শাখার চেয়ার পার্শন শ্রীমতী সংগীতা লালওয়ানি বলেন, ‘Jito লেডিস প্রিমিয়ার লীগ ২০২৪ জৈন মহিলাদের দ্বারা পরিচালিত একটি উদ্যোগ – যা মহিলাদের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে।’

Jito মহিলা শাখার শীতল দুগার বলেন, ‘Jito মহিলা প্রিমিয়ার লীগ আসলে জৈন মহিলাদের সংকল্প, আবেগ ও আদম্য চেতনার গল্প।’

ইস্ট জনের কল্পনা বৈদ বলেন, ‘ মহিলাদের ক্ষমতায়নের উত্তরাধিকার তৈরী করাই এই লীগের উদ্দেশ্য।’

কোলকাতা মহিলা শাখার পক্ষ থেকে সংগীতা বৈদ বলেন, ‘ এই খেলা শুধু কোনো খেলা নয়, এর মাধ্যমে মহিলাদের নিজস্ব অধিকারকে বুঝে নেওয়ার লড়াই।’

রেখা জৈন বলেন, ‘এই খেলার মাধ্যমে সমস্ত দেশ জুড়ে জৈন মহিলাদের শক্তি ও চেতনার উদযাপন ঘটবে।’

মুখ্য সচিব শ্রীমতী শশী জৈন বলেন, ‘ আমার বিশ্বাস এই খেলার মাধ্যমে জৈন মহিলারা রান্না ঘরের বাইরের জগতে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে।’

হেমলতা শ্যামসুখা বলেন, ‘এই প্লাটফর্ম এর মাধ্যমে জৈন মহিলারা বিশ্বের দরবারে দৃঢ়তার সাথে পৌঁছে যাবে।’

সামগ্রিকভাবে বলা যায়, Jito মহিলা শাখার জৈন মহিলাদের আত্মনির্ভরতার একটা প্লাটফর্ম। এখানে জৈন মহিলারা নিজেদের দক্ষতা ও ক্ষমতার উন্নয়নের মাধ্যমে নিজেদের বিকাশ ঘটানোর সুযোগ পাবে। এর মধ্য দিয়েই জৈন মহিলারা নিজেদের প্রকাশের পথ খুঁজে পাবে।

মুম্বাইয়ে বহু শাখার সমন্বয়ে গড়ে উঠেছে এই JITO। Jito দাঁড়িয়ে আছে আত্মনির্ভরতা, বিশ্বাস, ঐক্য ও প্রগতির উপর।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!