“মুসলিমদের তেজপাতার মতো ব্যবহার করছে তৃণমূল সরকার”: শুভেন্দু অধিকারী

0 0
Read Time:3 Minute, 46 Second

নিউজ ডেস্ক::স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় মঙ্গলবার শুভেন্দু অধিকারীর সভা ছিল৷ মুসলিম ‘ভাই’দের প্রতিও বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

তৃণমূল কংগ্রেসের কাছে মাথা নত করা হবে না। এদিনও পরিষ্কার জানিয়ে দিলেন শুভেন্দু। লোকসভা নির্বাচনে আরও ভালো ফলের জন্য বিজেপি ঝাঁপাচ্ছে। এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে বিদায় জানাতে হবে। বার্তা দিয়েছেন শুভেন্দু।

রামরাজ্য মানে কী? আরও একবার সেই কথার ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু। রামরাজ্য মানে হাতে কাজ, পেটে ভাত, মাথা ছাদ৷ বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে মুসলিম সম্প্রদায়ের লোকজনদের উপর কি অত্যাচার হচ্ছে? তাদের চলে যেতে বাধ্য করা হচ্ছে? এনআরসির নামে কি ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে? এই প্রশ্ন করেছেন তিনি।

দেগঙ্গার এদিনের সভায় সংখ্যালঘুরাও বেশ অনেক সংখ্যাতেই উপস্থিত ছিল। সেই কথা জানার পরে সভাস্থলে হাততালিও ওঠে। সেখানে এই প্রশ্ন করেন শুভেন্দু। বাংলায় সংখ্যালঘুদের ভুল বার্তা দেওয়া হচ্ছে। রাজ্যের শাসক দল দীর্ঘ দিন ধরে ভুল বোঝাচ্ছে তাদের। রান্নায় তেজপাতা ব্যবহার করা হয়। সেই তেজপাতার মতোই ব্যবহার করা হচ্ছে তাদের। এই বক্তব্য উঠে এসেছে শুভেন্দুর কথায়।

দুর্নীতি ইস্যুতেও সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। সাধারণ মানুষের খাবার নিয়ে দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস। রেশনের ভালো চাল- গম সব চলে যাচ্ছে বাংলাদেশে। এই রাজ্যে পোকা, কাঁকড় মেশানো চাল দেওয়া হচ্ছে রেশনে। গরিব মানুষ পোকা ভর্তি চাল পাচ্ছেন। বিজেপি বিরোধী রাজনৈতিক দল অনেক আছে। এই ঘটনা কেউ আগে করেনি। এমনই অভিযোগ করেছেন শুভেন্দু।
ধান কেনা নিয়েও তৃণমূল দুর্নীতি করছে। তৃণমূল সরকার মুসলিম সমাজকে ব্যবহার করছে। ভোটের জন্য তেজপাতা হিসেবে কোটি কোটি মুসলিমদের ব্যবহার করা হচ্ছে। জোর দিয়ে দাবি করেছেন শুভেন্দু৷ কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির কথা বলেন তিনি। সেইসব প্রকল্প কি কেবল হিন্দুদের জন্য করা হয়েছে? কেউ যদি তা দেখাতে পারেন, তাহলে তিনি কান ধরে মঞ্চে ওঠবস করবেন। এমনই দাবি করেন তিনি।

নওশাদ সিদ্দিকী রাজ্য সরকারের প্রতিবাদ করে জেল খেঁটেছেন। আনিস খানের মৃত্যু, বগটুই প্রসঙ্গ, সংখ্যালঘুদের সঙ্গে কী কী হয়েছে, সেই বিষয়গুলিকেও এদিন তুলে ধরেন শুভেন্দু।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!