’12th Fail’ নিয়ে হইচই নেটপাড়ায়

0 0
Read Time:2 Minute, 26 Second

নিউজ ডেস্ক::গত এক মাসে হইচই ফেলে দিয়েছে ১২ ফেল সিনেমাটি। কম বােজটের সিনেমা কিন্তু গল্পের দমে দর্শকদের মন জয় করে নিয়েছে। পরিচালক জানিয়েছেন পুরো গল্পটাই তিনি নিয়েছেন বস্তবের এক আইপিএস অফিসারের কাছ থেকে। অর্থাৎ সত্যিই এমন ঘটনা ঘটেছিল একজনের সঙ্গে যিনি এখন আইপিএস অফিসার।

রিলে যে মনোজ শর্মাকে দেখা গিয়েছে রিয়েল লাইফে সেই আইপিএস অফিসারের নাম মনোজ কুমার শর্মা। তাঁর জীবনের গল্প ধার করেই তৈরি হয়েছে এই সিনেমাটি। তিনি ১২ ক্লাসে ফেল করেও ইউপিএসসিতে সফল হয়েছিলেন। এবং সেই সত্যি কথাটা তিনি জানিয়েছিলেন ইন্টারভিউ বোর্ডে।

গত ১০ জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল। সঙ্গে সঙ্গে সেটি হিট করে গিয়েছে। সব মহলেই এই ছবিটি নিয়ে প্রশংসা হচ্ছে। কিন্তু অনেকেই জানেন না সেই রিয়েল লাইফ হিরোকে। ছবির নায়ক ভিক্রান্ত মেসি সেই ছবিটি শেয়ার করেছেন। তাতে আইপিএস এফিসার মনোজ শর্মার ছবির পাশাপাশি তাঁর স্ত্রী শ্রদ্ধা জোশীর ছবিও রয়েছে। মনোজ শর্মার স্ত্রীও একজন আইআরএস অফিসার।

ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে সেটি। এক ঘণ্টায় ১৩০ হাজার ভিউ পেয়েছে ছবিটি। তিনিও কোনও কম অংশে দক্ষ নন। তাঁর জীবনের লড়াইও অত্যন্ত কঠিন। ২০০৫ সালে তিনি পিসিএস পরীক্ষা দিয়েছিলেন। নৈনিতালের ডেপুটি কালেক্টর পদে রয়েছেন তিনি। ২০০৭ সালে সিভিল সার্ভিস পরীক্ষা দিয়েছিলেন। সেখান থেকে রেভিনিউ অফিসারের পদে যোগ দেন। ইউপিএসসি পরীক্ষার সময় আইপিএস অফিসার মনোজ জোশী তাঁকে প্রশিক্ষণ দিয়েছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!