সরকারি কর্মীদের বার্তা মমতার

0 0
Read Time:2 Minute, 56 Second

নিউজ ডেস্ক::কাজে গাফিলতি আর সহ্য নয়! নেওয়া হবে কড়া পদক্ষেপ। রাজ্য সরকারি কর্মী এবং আধিকারিকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার নবান্নে উচ্চপর্যায়ের একটি বৈঠক করেন। ভার্চুয়ালের মাধ্যমে এই বৈঠক করেন। যেখানে জেলার আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

আর সেই বৈঠক থেকেই রাজ্য সরকারি কর্মী এবং আধিকারিকদের কড়া বার্তা দেন প্রশাসনিক প্রধানের (Mamata Banerjee) । স্পষ্ট জানিয়ে দেন, গাফিলতি থাকলে কেন্দ্রীয় আইনে ব্যবস্থা নেওয়া হবে। এদিন বৈঠকে রাজ্য প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মী এবং আধিকারিকদের একাংশের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন কাজ সঠিক সময়ে হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন (Mamata Banerjee) বলে সুত্রের খবর। এই বিষয়ে কথা বলতে গিয়ে কড়া বার্তা দেন। মুখ্যমন্ত্রী বলেন, গাফিলতি সামনে আসলে কেন্দ্রীয় আইনের ৫৬ জে ধারা প্রয়োগ করা হবে। আর এই আইনে সরকারি আধিকারিক ও কর্মচারীদের ‘বাধ্যতামূলক অবসরে’ পাঠানোর কথাও তিনি বলেন বলে খবর।

বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে এই বিষয়ে কড়া কেন্দ্রীয় সরকার। কাজে গাফিলতির বিষয় সামনে আসার পরেই কেন্দ্র এই আইনে ৯৬ জন শীর্ষ আধিকারিককে ‘বাধ্যতামূলক অবসরে’ পাঠিয়েছে। এবার সেই আইনের কথাই ওই বৈঠকে তুলে আধিকারিক এবং কর্মীদের কার্যত সতর্ক করে দেন পুলিশমন্ত্রী (Mamata Banerjee)।

একই সঙ্গে সচেতনও করে দেন সরকারি আধিকারিকদের। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে নিচুতলায় পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে চাপে পড়তে হচ্ছে রাজ্য সরকার।

এমনকি বিরোধীদের হাতে অস্ত্র উঠে যাচ্ছে। লোকসভার আগে এই বিষয়ে মোটেই সহ্য করা হবে না বলেও এদিন বৈঠক থেকে জেলা আধিকারিকদের বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট নির্দেশ, নিচুতলায় পঞ্চায়েত দুর্নীতির ঘটনা রুখতেও সক্রিয় হতে হবে আধিকারিকদের। এই বিষয়ে কড়া ভাবে পঞ্চায়েতগুলির উপর নজরদারীর কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!