মার্চেই বাংলায় কমিশনের ফুল বেঞ্চ

0 0
Read Time:3 Minute, 17 Second

নিউজ ডেস্ক ::সামনেই লোকসভা নির্বাচন! মার্চের প্রথম সপ্তাহেই দিন ঘোষণা হতে পারে বলে জোর জল্পনা। ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে নির্বাচন কমিশন। আর এর মধ্যেই বাংলায় আসছে নির্বাচন কমিশনের (Election Commission of India) ফুল বেঞ্চ।

মার্চ মাসের প্রথম সপ্তাহেই তাঁরা রাজ্যে আসছেন বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশনের (Election Commission of India) এই ফুল বেঞ্চ। পাশাপাশি জেলাতেও কমিশনের আধিকারিকরা যেতে পারে বলে জানা যাচ্ছে।

জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ অর্থাৎ বাংলায় আসবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দুই নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পান্ডে এবং অরুণ গোয়েল। মূলত ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন তাঁরা। তবে একাধিক বৈঠকের কথা রয়েছে কমিশনের আধিকারিকদের।

একদিকে যেমন পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও কমিশনের ফুল বেঞ্চ সাক্ষাৎ করতে পারেন বলে শোনা যাচ্ছে।
অন্যদিকে কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্রসচিব এবং মুখ্য সচিবের সঙ্গেও কমিশনের আধিকারিকরা বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে। ভোটের মুখে কমিশনের ফুল বেঞ্চের বঙ্গ সফর খুবই গুরুত্বপূর্ণ।
যদিও এই বিষয়ে নবান্ন কিংবা মুখ্য নির্বাচন কমিশনের দফতরের তরফে কিছু জানানো হয়নি। তবে মার্চের প্রথম সপ্তাহেই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ বাংলায় আসবে। তিনদিনের সফরে তাঁরা রাজ্যে আসতে পারেন বলে খবর।

উল্লেখ্য, ভোট (Lok Sabha Election 2024) মানেই রক্তাতব বাংলা। গত বিধানসভা নির্বাচনে ১ক হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেন অশান্তি এড়াতে পারেনি কমিশন। বারবার প্রশ্নের মুখে পড়েছে কমিশনের ভূমিকা। এই অবস্থায় বাংলায় নির্বাচন মানেই বিশেষ সতর্ক থাকতে হয় কমিশনকে।

ফলে পুলিশ এবং প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠকে অবশ্যই নিরাপত্তা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে বলেই মনে করা হচ্ছে। এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলিও এই বিষয়ে কমিশনেরর কাছে সরব হতে পারে বলে মনে করা হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!